Bolly Gossip: ঈশার সঙ্গে জুড়েছে স্বামীর নাম, অতীত ভুলে ১১ বছরের মেয়েকে নিয়ে নতুন সংসার পাতছেন বরখা?
Bolly Gossip: ইন্দ্রনীল সেনগুপ্তের সঙ্গে অভিনেত্রী ঈশা সাহার প্রেমের গুঞ্জনের গত বছর তোলপাড় ছিল টলিপাড়া। শোনা যায়, তাঁদের প্রেমের কারণেই নাকি ভেঙেছে ইন্দ্রনীল ও বরখা বিস্তের দীর্ঘ বিবাহিত জীবন।

ইন্দ্রনীল সেনগুপ্তের সঙ্গে অভিনেত্রী ঈশা সাহার প্রেমের গুঞ্জনের গত বছর তোলপাড় ছিল টলিপাড়া। শোনা যায়, তাঁদের প্রেমের কারণেই নাকি ভেঙেছে ইন্দ্রনীল ও বরখা বিস্তের দীর্ঘ বিবাহিত জীবন। না, খাতায় কলমে তাঁরা এখনও আলাদা না হলেও বহুদিন হয়ে গেল একসঙ্গে থাকেন না তাঁরা। তবে এবার নতুন গুঞ্জন। বলিউডের অন্দর বলছে, বরখার জীবনেও নাকি ‘বসন্ত এসে গেছে’। নতুন সম্পর্কে নাকি জড়িয়েছে পড়েছেন অভিনেত্রী। অভিনেতা-প্রযোজক আশিস শর্মার সঙ্গেই নাকি নতুন করে জীবন শুরু করার স্বপ্ন দেখছেন তিনি। এক সর্বভারতীয় সংবাদমাধ্যমকে বরখা ঘনিষ্ঠ এক ব্যক্তি বলেছেন, “গত বছর শেষ থেকেই দুজনে কাছাকাছি চলে আসে। ব্যক্তিগত জীবন নিয়ে বরাবরই চাপা স্বভাবের বরখা। প্রকাশ্যে তা নিয়ে কথা বলতে তিনি চান না। যদিও দুজনে একসঙ্গে বাইরে যেতে দ্বিধা বোধ করেন। আশিস ও বরখা বন্ধু ছিল। তবে যত দিন গিয়েছে এই বন্ধুত্ব তাঁদের আরও কাছাকাছি নিয়ে এসেছে।”
গত সোমবার ছিল আশিসের জন্মদিন। সেখানেও হাজির ছিলেন বরখা। পার্টিতে তাঁদের একান্তে সময় কাটাতে দেখা গিয়েছে বলেও খবর। একসঙ্গে নাচও করেছেন তাঁরা। যদিও বরখা আপাতত এই নতুন সম্পর্ক নিয়ে মুখ খুলতে রাজি নন। তাই ওই সংবাদমাধ্যমের তরফে বরখাকে এ নিয়ে জানতে চাওয়া হলে তিনি বলেন, ‘নো কমেন্টস’। খাতায় কলমে বিচ্ছেদ না হওয়ার জন্য এখনও ইন্দ্রনীলের পদবী সেনগুপ্তই ব্যবহার করেন বরখা। তাঁদের ১১ বছরের এক মেয়েও রয়েছে। বাবা ও মা দুজনের কাছেই থাকে সে।

অভিনেতা-প্রযোজক আশিস শর্মার সঙ্গেই নাকি নতুন করে জীবন শুরু করার স্বপ্ন দেখছেন তিনি
একদিকে আশিস ও বরখা , অন্যদিকে ঈশা ও ইন্দ্রনীল। কোথা থেকে ঈশা-ইন্দ্রনীলের সম্পর্কের গুঞ্জন শুরু? এক ছবির শুটে আউটডোরে গিয়েছিল দুজনেই। সেখানেই ইন্দ্রনীল ও ঈশার বন্ধুত্ব আচমকাই হয়ে ওঠে ‘টক অব দ্য টাউন’। রটতে থাকে নানা কথা। ছবির নাম ‘তরুলতার ভূত’। এ প্রসঙ্গে এর আগে ঈশার মন্তব্য জানতে চেয়েছিল টিভিনাইন বাংলা। তিনি বলেন, ““বিতর্ক যখন সৃষ্টি হয়েছিল আমি নিজে থেকে তা করিনি। যারা এই বিতর্ক সৃষ্টি করেছেন তাঁরাই বলতে পারবেন কেন এসব কথার সৃষ্টি হল”। অন্যদিকে এ নিয়ে মুখ খুলেছিলেন ইন্দ্রনীলও। তিনি বলেছিলেন, “তারকাদের জীবন সব সময়েই লোকচক্ষুর সামনে থাকে। তাঁদের কাজ, পারিবারিক জীবন নিয়ে সারাক্ষণ কাটাছেঁড়া চলে। আমি সেই আলোচনায় অংশ নিতে চাইনি, আর চাইবও না। এটা আমার সচেতন সিদ্ধান্ত”। আপাতত এই চার জনের জীবন প্রবাহ কোন দিয়ে বয়, এখন সেটাই দেখার।
