সম্প্রতি কলকাতায় এসেছিলেন ইয়ামি গৌতম। আগেও এসেছিলেন অনিরুদ্ধ রায়চৌধুরীর ছবি ‘লস্ট’-এ অভিনয় করতে। এবার এসেছিলেন প্রচারে। কলকাতায় হয়ে গেল ছবির বিশেষ স্ক্রিনিংও। সেই ছবির সঙ্গীত পরিচালকের নাম শান্তনু মৈত্র। ছবির টাইটেল ট্র্যাক তৈরি করতে শান্তনুকে সাহায্য় করেছিলেন প্রয়াত গায়ক কৃষ্ণকুমার কুন্নথ। অর্থাৎ, সকলের প্রিয় কেকে। যে কেকে কলকাতার নজরুল মঞ্চে শো করার রাতেই প্রয়াত হন অকালে। এবং তোলপাড় পড়ে যায় গোটা শহর, তথা দেশে (রিপোর্ট অনুযায়ী, হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যু ঘটে কেকে-র)। ‘লস্ট’ ছবির টাইটেল ট্র্যাকে যাঁর শিস শুনবেন মানুষ, সেটি কেকের।
শান্তনু মৈত্রর পোস্ট:
সেই ভিডিয়োটি শান্তনু শেয়ার করেছেন তাঁর ইনস্টাগ্রামে, তাতে গিটার বাজাতে দেখা যাচ্ছে শান্তনুকে এবং কালো গোল গলা টি-শার্ট পরে মুখের কাছে মাইক্রোফোন নিয়ে শিস দিতে দেখা যাচ্ছে কেকে-কে। ক্যাপশনে দুটি হার্ট ইমোজি শেয়ার করে শান্তনু লিখেছেন, “প্রত্যেক কেকে ফ্য়ানের সঙ্গে শেয়ার করছি। ‘লস্ট’-এর টাইটেল ট্র্যাক তৈরির সময় আমাদের স্টুডিয়োয় কিছু আনন্দ-মুহূর্ত।” (Sharing with all KK fans, moments of joy in the studio while working on LOST sound track . He loved to whistle)”
প্রেক্ষাগৃহে নয়, জ়ি ফাইভ ওটিটি প্ল্যাটফর্মে মুক্তি পাবে ‘লস্ট’। অনিরুদ্ধ রায়চৌধুরী এর পরিচালক। ছবিতে মুখ্য চরিত্রে অভিনয় করেছেন ইয়ামি গৌতম। এ ছাড়াও রয়েছেন পঙ্কজ কাপুর, রাহুল খান্না, নীল বুপালাম, পিয়া বন্দ্যোপাধ্য়ায়, তুষার পাণ্ডে। এক পুলিশের চরিত্রে অতিথি শিল্পী হয়ে অভিনয় করেছেন পরিচালক-অভিনেতা অরিন্দম শীল। ২০২২ সালের ২২ সেপ্টেম্বর শিকাগো সাউথ এশিয়ান ফিল্ম ফেস্টিভ্যালে ওয়ার্ল্ড প্রিমিয়ার হয় ‘লস্ট’-এর। গোয়ায় অনুষ্ঠিত ভারতের ৫৩তম আন্তর্জাতিক ফিল্ম ফেস্টিভ্যালেও দেখানো হয়েছিল সেই ছবি।
‘লস্ট’-এর গল্প:
এক তরুণ থিয়েটারকর্মীর হঠাৎ নিখোঁজ হওয়ার তদন্ত করতে শুরু করে এক ক্রাইম রিপোর্টার। সেই সাংবাদিকের চরিত্রেই দেখা যাবে ইয়ামিকে।