Thalaivi: জয়ললিতার বায়োপিক কি মুক্তি পাচ্ছে ওটিটিতে? মুখ খুললেন কঙ্গনা

নিজের ইনস্টা স্টোরিতে কঙ্গনা লেখেন, "এখনও পর্যন্ত কোনও ডেট চূড়ান্ত হয়নি। তাই গুজব থেকে দূরে থাকুন। যখন গোটা দেশে সিনেমা হল খুলবে তখনই সারা দেশে মুক্তি পাবে এই ছবি।"

Thalaivi: জয়ললিতার বায়োপিক কি মুক্তি পাচ্ছে ওটিটিতে? মুখ খুললেন কঙ্গনা
'থালাইভি'তে কঙ্গনা
Follow Us:
| Edited By: | Updated on: Jul 13, 2021 | 7:30 PM

তামিলনাড়ুর প্রাক্তন মুখ্যমন্ত্রী জয়ললিতার জীবন নিয়ে ছবি ‘থালাইভি’তে মুখ্য চরিত্রে অভিনয় করছেন কঙ্গনা রানাওয়াত। থালাইভি মুক্তি পাবে কবে, তা নিয়ে কঙ্গনা-অনুরাগীদের মধ্যে জল্পনা ছিল তুঙ্গে। এরই মধ্যে খবর রটে শেরনি, রাধের মতো থালাইভিও নাকি মুক্তি পাবে ওটিটি প্ল্যাটফর্মে। সত্যিই কি তাই? খোলসা করলেন তিনি।

নিজের ইনস্টা স্টোরিতে কঙ্গনা লেখেন, “এখনও পর্যন্ত কোনও ডেট চূড়ান্ত হয়নি। তাই গুজব থেকে দূরে থাকুন। যখন গোটা দেশে সিনেমা হল খুলবে তখনই সারা দেশে মুক্তি পাবে এই ছবি।” সুতরাং ওটিটি নয়, প্রেক্ষাগৃহই যে তাঁর পছন্দের সে কথা সাফ জানিয়ে দিলেন কঙ্গনা।

এই ছবির জন্য কম কষ্ট করতে হয়নি কঙ্গনাকে। কুড়ি কেজি ওজন বাড়িয়েছিলেন তিনি। সঙ্গে নিতে হয়েছিল প্রস্থেটিক মেকআপও। ট্রেলারেও মিলেছে বিস্তর প্রশংসা। সেলেব থেকে সাধারণ– কঙ্গনার অসাধারণ অভিনয় নজর কেড়েছে সবার। ছবিতে কঙ্গনা রানাওয়াত ছাড়াও রয়েছেন অরবিন্দ স্বামী। রয়েছেন যিশু সেনগুপ্ত এবং ভাগ্যশ্রীও। ছবিটি মুক্তি পাওয়ার কথা ছিল গত ২৩ এপ্রিল। কিন্তু সে সময় করোনার দ্বিতীয় ঢেউ আছড়ে পড়ায় তা আপাতত বিশ বাঁও জলে। কবে খুলবে থিয়েটার হল? কবে মুক্তি পাবে থালাইভি, প্রশ্নের উত্তর খুঁজছেন নেটিজেনরা।

আরও পড়ুন: অনিরুদ্ধ রায় চৌধুরীর পরবর্তী ছবি ‘লস্ট’; ক্রাইম রিপোর্টারের ভূমিকায় ইয়ামি