Emraan-Shahrukh: রাত ১২টা বাজার আগেই শাহরুখের পার্টি থেকে বেরিয়ে এসেছিলেন ইমরান হাশমি; কী এমন ছিল সেই জলসায়?

TV9 Bangla Digital | Edited By: Sneha Sengupta

Nov 17, 2023 | 3:37 PM

Shahrukh Khan's Birthday: সদ্য মুক্তি পেয়েছে সলমন খান অভিনীত যশরাজ ফিল্মসের স্পাই ইউনিভার্স 'টাইগার' ফ্র্য়াঞ্চাইজ়ির তৃতীয় ছবি 'টাইগার থ্রি'। ছবিতে খলনায়কের চরিত্রে অভিনয় করেছেন ইমরান হাশমি। সেই একই ছবিতে ক্যামিও চরিত্রে অভিনয় করেছেন শাহরুখ খান। যশরাজের স্পাই ইউনিভার্সের 'পাঠান' ছবির পাঠান শাহরুখকেই দেখা গিয়েছে ছবিতে।

Emraan-Shahrukh: রাত ১২টা বাজার আগেই শাহরুখের পার্টি থেকে বেরিয়ে এসেছিলেন ইমরান হাশমি; কী এমন ছিল সেই জলসায়?
শাহরুখ খান এবং ইমরান হাশমি।

Follow Us

২ নভেম্বর ছিল শাহরুখ খানের জন্মদিন। এদিন মুম্বইয়ে অবস্থিত তাঁর স্বপ্নের ‘মন্নত’ বাংলোতে বসেছিল বিরাট বড় জলসা। হাজির ছিল গোটা বলিউড ফিল্ম ইন্ডাস্ট্রি। ছিল ‘জওয়ান’ ছবির সাকসেস পার্টিও। এদিন পার্টি থেকে তাড়াতাড়ি বেরিয়ে এসেছিলেন অভিনেতা ইমরান হাশমি। এর কারণও জানিয়েছেন ইমরান।

তা হলে কি কোনও বিষয় নিয়ে শাহরুখের সঙ্গে মন কষাকষি হয়েছে ইমরানের? এক্কেবারেই না। যে ধরনের পার্টি ছিল সেদিন, তাতে খুব একটা অভ্যস্থ নন ইমরান। আর শাহরুখের পার্টি মানেই মদ্যপান এবং উল্লাস। ইমরান বলেছেন, “আমি রাত ১২টার আগেই বাড়ি ফিরে এসেছিলাম শাহরুখের পার্টি থেকে। আমাকে প্রতিদিন সকাল ৬.৩০টা থেকে ৭টার মধ্যে ঘুম থেকে উঠতে হয়। আমি মদ্যপানও করি না।” ফলে শাহরুখের পার্টিতে মন মতো আনন্দ করতে পারেননি ইমরান।

সদ্য মুক্তি পেয়েছে সলমন খান অভিনীত যশরাজ ফিল্মসের স্পাই ইউনিভার্স ‘টাইগার’ ফ্র্য়াঞ্চাইজ়ির তৃতীয় ছবি ‘টাইগার থ্রি’। ছবিতে খলনায়কের চরিত্রে অভিনয় করেছেন ইমরান হাশমি। সেই একই ছবিতে ক্যামিও চরিত্রে অভিনয় করেছেন শাহরুখ খান। যশরাজের স্পাই ইউনিভার্সের ‘পাঠান’ ছবির পাঠান শাহরুখকেই দেখা গিয়েছে ছবিতে।

Next Article