চার বন্ধুর গল্প নিয়ে সিরিজ ‘ফোর মোর শট প্লিজ’। জনপ্রিয় এই সিরিজের তৃতীয় সিজনের জন্য সকলে আধীর আগ্রহে রয়েছে। আমাজন প্রাইম ভিডিয়োর তরফ থেকে জানানো হয়েছে কীর্তি কুলহারি, সায়নী গুপ্তা, মানবী গাগারু এবং বাণী জে অভিনীত এই সিরিজের সিজন ৩ ২৪০টিরও বেশি দেশ ও অঞ্চলে প্রিমিয়ার হবে ২১ অক্টোবর ২০২২। প্রীতিশ নন্দী কমিউনিকেশনস প্রযোজিত, জয়িতা পাটপাতিয়া পরিচালিত এই সিরিজের সিজন ২ শেষ হয়েছিল নানা ঘাত-প্রতিঘাতের মধ্যে দিয়ে গিয়েও চার বন্ধুর একসঙ্গে ঠিকে থাকা দিয়ে। ত্রুটিপূর্ণ চারবন্ধু নানা ভুল করে জীবনে চলার পথে, কিন্তু একে অপরে সঙ্গ ছাড়ে না। তাঁদের বন্ধুত্বই তাঁদের শক্তি। সেই শক্তি তাঁদের বিয়ের মণ্ডপ থেকে বেরিয়ে আসতেও সাহায্য করে।
প্রাইম ভিডিয়োর তরফ থেকে অপর্ণা পুরোহিত জানিয়েছেন যে, উচ্চাকাঙ্খী, নির্ভিক, স্বাধীন চিন্তাভাবনা করা সমসাময়িক চার মহিলার গল্প বলে ‘ফোর মোর শট প্লিজ’। তাঁদের ভালবাসার জন্য লড়াই করে। পেয়েও ছেড়ে দিতে পারে শুধু বন্ধুত্বের খাতিরে। প্রীতিশ নন্দী কমিউনিকেশনসের সঙ্গে প্রাইম ভিডিয়োর একটি দীর্ঘস্থায়ী সাক্ষর রয়েছে। সেই মতোই এই সিরিজের সিজন ৩ আসছে আগামী ২১ অক্টোবর। যোগ করেছেন অপর্ণা।
“প্রথম দুটো সিজিনের সাফল্য আমাদের তৃতীয় সিজন করার জন্য উৎসাহ দিয়েছে। বিশেষ করে আন্তর্জাতিক Emmys-এ মনোনয়ন পাওয়ার পর বোঝা যাচ্ছে শুধু ভারত নয়, তার বাইরেও বিদেশের মানুষের কাছে এটা কতটা গ্রহণযোগ্য হয়েছে। ‘ফোর মোর শট প্লিজ’ চার মহিলা বন্ধু গল্প বলে, এমন ধরনের শো এর আগে হয়নি, আমি আশাবাদী নতুন সিজনও দর্শকদের পছন্দ হবে”, বললেন প্রীতিশ নন্দী। দক্ষিণ মুম্বইয়ের বাইরে ইতালি ও পাঞ্জাবে এই চার পাগল বন্ধুর গল্প দেখা যাবে নতুন সিজনে। জানিয়েছেন প্রীতিশ।
অঞ্জনা, দামিনী, উমঙ্গ এবং সিদ্দির সঙ্গে পরিচয় হয় সিজন ১-এ। তারপর তাদের জীবনের পাঠ আর ভুলের মধ্যে দিয়ে হোঁচট খেতে দেখা গিয়েছে সিজন ২-এ। এবার এই চারজন আশে পাশের নাটকীতা, ব্যর্থতা, বিচারের ত্রুটি আর ক্ষতি মুখোমুখি হয়ে নামবে নতুন লড়াইয়ে। সঙ্গে থাকবে অবশ্যই তাদের গাঢ় বন্ধুত্ব।
‘ফোর মোর শট প্লিজ’ সিরিজে কীর্তি, সায়নী, মানবী, বাণী ছাড়াও অভিনয় করেন প্রতীক বব্বর, লিসা রে, নীল ভূপলাম, রাজীব সিদ্ধার্থ, অমৃতা পুরি, সিমোন সিং এবং সমীর কোচার তাঁদের নিজ নিজ ভূমিকায় থাকবেন। তাঁদের সঙ্গে এবার জিম সার্ব, রোহান মেহরা, শিল্পা শুক্লা এবং সুশান্ত সিং এই নতুন মরসুমে অ্যামাজন অরিজিনাল-এ যোগ দেবেন।