Huma Qureshi: আয়ুষ্মানের কারণেই বদলায় নাম, হুমা কুরেশিকে ডাকা হয় ‘চুম্মা কুরেশি’ বলে!

TV9 Bangla Digital | Edited By: বিহঙ্গী বিশ্বাস

Sep 14, 2022 | 9:16 PM

Ayushmann Khurrana: কেন হুমা বদলে হয়ে গেল চুম্মা? কারণ শেয়ার করেছিলেন খোদ অভিনেত্রী।

Huma Qureshi: আয়ুষ্মানের কারণেই বদলায় নাম, হুমা কুরেশিকে ডাকা হয় চুম্মা কুরেশি বলে!
কেন হুমা বদলে হয়ে গেল চুম্মা?

Follow Us

 

 

অনুরাগ কাশ্যপের ‘গ্যাংস অব ওয়াসিপুর’ ছবির মধ্যে দিয়েই বলিউডে নিজের কেরিয়ার শুরু করেছিলেন হুমা কুরেশি। তবে জানেন কি ইন্ডাস্ট্রিতে অনেকেই তাঁকে হুমা নয় ডাকেন চুম্মা কুরেশি বলে। আর এর পিছনে দায়ী নাকি খোদ আয়ুষ্মান খুরানা। তাঁকে ওই নাম নাকি দিয়েছিলেন তিনিই। কিন্তু কেন হুমা বদলে হয়ে গেল চুম্মা? কারণ শেয়ার করেছিলেন খোদ অভিনেত্রী।

হুমার কথায়, “আমি ও আয়ুষ্মান একবার এক মিউজিক ভিডিয়োতে কাজ করেছিলাম। সেখান থেকেই আমাদের মধ্যে দারুণ বন্ধুত্ব তৈরি হয়ে যায়। আমি ওকে ডাকতাম ‘আয়ুশ ম্যান’ বলে। মানে যেমন ‘সুপার ম্যান’, তেমনই আয়ুশ ম্যান। আর ও-ও আমাকে মজা করে ডাকত চুম্মা কুরেশি। ব্যস ওখান থেকেই শুরু।” বাকিদের কাছেও গোপন থাকেন তাঁর এই ‘নতুন’ নাম। মজা করে তাই আজও অনেকেই তাঁকে ডাকেন চুম্মা বলেই। স্টারকিড ব্যাকগ্রাউন্ড ছিল না হুমার। অনুরাগ কাশ্যপের ছবিতে তাঁর প্রথম ব্রেক মেলে এক বিজ্ঞাপনের সৌজন্যে।

হুমা জানিয়েছেন, ‘গ্যাংস অব ওয়াসিপুর’-এর জন্য তাঁকে মোটেও অডিশন দিতে হয়নি। তাও কী করে পেলেন কাজ? আমির খানের বিপরীতে এক বিজ্ঞাপনে কাজ করছিলেন হুমা। আর সে সময়েই তাঁর উপর নজর পড়ে অনুরাগের। অনুরাগ তাঁকে সোজাসুজি জানিয়ে দেন, তাঁর কোনও একটি ছবিতে তিনি হুমাকে নেবেন। পরিবর্তে হুমা যা বলেছিলেন তাতে অবাক হয়ে গিয়েছিলেন অনুরাগ নিজেই। সরাসরি তাঁকে জিজ্ঞাসাঁ করেছিলেন, ‘তুমি কি পাগল নাকি’? কী বলেছিলেন হুমা?

তাঁর কথায়, “যখন অনুরাগ আমায় জানায় যে ও আমাকে ছবিতে নিতে চায় আমি এতটাই গাধা যে আমি ওকে বলি, ‘এই তো এলাম বম্বে। আমি তো শুনেছি এখানে নাকি অনেক পরিশ্রম করতে হয়। ছবি এত সহজে পাওয়া যায় না।” ছবির অফার দিয়ে এমন উত্তর শুনতে হবে তা নাকি কল্পনাও করতে পারেননি অনুরাগ। তবে তাঁর পরের ছবিতে হুমাকে কাস্ট করে কথা রেখেছিলেন পরিচালক। ইন্ডাস্ট্রিতে পায়ের তলায় জমি পোক্ত করতে খুব একটা পরিশ্রম করতে হয়নি হুমাকে। সম্প্রতি তাঁকে দেখা গিয়েছে সোনি লাইভের সিরিজ ‘মহারানি’তে। ওই সিরিজে প্রায় বিনা মেকআপে অভিনয় করেছেন হুমা। তাঁর অভিনয় যদিও সকলেরই মন জয় করে নিয়েছে। এই মুহূর্তে হাতে রয়েছে বেশ কিছু ছবি। তাঁকে দেখা যাবে ‘ডাবল এক্স’ ছবিতে। ওই ছবিতে হুমার পাশাপাশি দেখা যাবে বলিউডের এক স্টারকিডকে। তিনি সোনাক্ষী সিনহা।

Next Article