Body Transformation: ‘রংবাজ ৩’-এর জন্য নিজেকে আমূল পাল্টে ফেললেন বিনীত কুমার সিং, তাঁকে চেনাই দায়

TV9 Bangla Digital | Edited By: Sneha Sengupta

Jul 19, 2022 | 2:21 PM

Viineet Kumar: এবার আসছে তাঁর 'রংবাজ ৩' ওয়েব সিরিজ়। যাঁর জন্য নিজের চেহারা এক্কেবারে পাল্টে ফেলেছেন ৪৩ বছর বয়সি বিনীত।

Follow Us

২০১৮ সালে ‘মুক্কাবাজ়’ ছবিতে তাঁর অভিনয় নতুন করে সকলের নজর কেড়েছিল। তিনি অভিনেতা বিনীত কুমার সিং। ডাক্তারি নিয়ে পড়াশোনা করেছেন নাগপুরের সরকারী মেডিক্যাল কলেজ থেকে। অভিনয় করতে চাইতেন বরাবরই। মাত্র ২১ বছর বয়সে অভিনয়ে অভিষেক হয় ‘পিতা’ ছবিতে। সেটা ২০০২ সালের কথা। ২০১০ সালে মুক্তি পায় ‘সিটি অফ গোল্ড’। ২০১২ সালে আসে ‘গ্যাংস অফ ওয়াসিপুর’। সেখানে নজর কাড়ে বিনীতের অভিনয়। তারপর ‘বম্বে টকিজ়’, ‘আগলি’, ‘গুঞ্জন সাক্সেনা’তে অভিনয় করেন। অনুরাগ কাশ্যপেরই পরিচালনায় বিনীত অভিনীত ‘মুক্কাবাজ়’ অভিনেতাকে দুটি পুরস্কার এনে দিয়েছে। এবার আসছে তাঁর ‘রংবাজ ৩’ ওয়েব সিরিজ়। যাঁর জন্য নিজের চেহারা এক্কেবারে পাল্টে ফেলেছেন ৪৩ বছর বয়সি বিনীত। তাঁকে চেনাই যাচ্ছে না। ফের একটি শক্তিশালী চরিত্রে অভিনয় করেছেন তিনি।

সম্প্রতি প্রকাশ্যে আসে ‘রংবাজ ৩: ডর কি রাজনীতি’র ট্রেলার। ফের নজর কেড়েছেন বিনীত। কারণ তাঁর চেহারা ও অভিনয়ের ঝলক। সিরিজ়ে বিনীতের চরিত্রটির নাম হারুন শাহ আলী বেগ। চরিত্রটির জন্য নতুন করে শরীর তৈরি করেছেন বিনীত। বলেছেন, “চরিত্রটির জন্য ১০ কেজি ওজন বাড়িয়েছি। কাজটা সহজ ছিল না এক্কেবারেই। কঠিন ডায়েট করতে হয়েছে। ঘণ্টার পর-ঘণ্টা প্রশিক্ষণ নিতে হয়েছে। পুরো বিষয়টিই দারুণ অভিজ্ঞতা আমার কাছে। আমি অপেক্ষায় আছি দর্শক কী বললেন সেটা শোনার জন্য। চরিত্রটি বেশ জটিল। অনেকগুলো স্তর আছে। চরিত্রটি ধারণ করা দারুণ এক্সপিরিয়েন্স আমার কাছে।”

কেবল ‘রংবাজ ৩’ নয়, আরও বেশ কিছু ছবি মুক্তি পাবে তাঁর। তালিকায় রয়েছে ‘সিয়া’, ‘আধার’, ‘দিল হ্যায় গ্রে’।

 

২০১৮ সালে ‘মুক্কাবাজ়’ ছবিতে তাঁর অভিনয় নতুন করে সকলের নজর কেড়েছিল। তিনি অভিনেতা বিনীত কুমার সিং। ডাক্তারি নিয়ে পড়াশোনা করেছেন নাগপুরের সরকারী মেডিক্যাল কলেজ থেকে। অভিনয় করতে চাইতেন বরাবরই। মাত্র ২১ বছর বয়সে অভিনয়ে অভিষেক হয় ‘পিতা’ ছবিতে। সেটা ২০০২ সালের কথা। ২০১০ সালে মুক্তি পায় ‘সিটি অফ গোল্ড’। ২০১২ সালে আসে ‘গ্যাংস অফ ওয়াসিপুর’। সেখানে নজর কাড়ে বিনীতের অভিনয়। তারপর ‘বম্বে টকিজ়’, ‘আগলি’, ‘গুঞ্জন সাক্সেনা’তে অভিনয় করেন। অনুরাগ কাশ্যপেরই পরিচালনায় বিনীত অভিনীত ‘মুক্কাবাজ়’ অভিনেতাকে দুটি পুরস্কার এনে দিয়েছে। এবার আসছে তাঁর ‘রংবাজ ৩’ ওয়েব সিরিজ়। যাঁর জন্য নিজের চেহারা এক্কেবারে পাল্টে ফেলেছেন ৪৩ বছর বয়সি বিনীত। তাঁকে চেনাই যাচ্ছে না। ফের একটি শক্তিশালী চরিত্রে অভিনয় করেছেন তিনি।

সম্প্রতি প্রকাশ্যে আসে ‘রংবাজ ৩: ডর কি রাজনীতি’র ট্রেলার। ফের নজর কেড়েছেন বিনীত। কারণ তাঁর চেহারা ও অভিনয়ের ঝলক। সিরিজ়ে বিনীতের চরিত্রটির নাম হারুন শাহ আলী বেগ। চরিত্রটির জন্য নতুন করে শরীর তৈরি করেছেন বিনীত। বলেছেন, “চরিত্রটির জন্য ১০ কেজি ওজন বাড়িয়েছি। কাজটা সহজ ছিল না এক্কেবারেই। কঠিন ডায়েট করতে হয়েছে। ঘণ্টার পর-ঘণ্টা প্রশিক্ষণ নিতে হয়েছে। পুরো বিষয়টিই দারুণ অভিজ্ঞতা আমার কাছে। আমি অপেক্ষায় আছি দর্শক কী বললেন সেটা শোনার জন্য। চরিত্রটি বেশ জটিল। অনেকগুলো স্তর আছে। চরিত্রটি ধারণ করা দারুণ এক্সপিরিয়েন্স আমার কাছে।”

কেবল ‘রংবাজ ৩’ নয়, আরও বেশ কিছু ছবি মুক্তি পাবে তাঁর। তালিকায় রয়েছে ‘সিয়া’, ‘আধার’, ‘দিল হ্যায় গ্রে’।

 

Next Article