Koffee With Karan: জ্যাকির সাফল্য কি চিন্তায় ফেলেছিল অনিলকে! মন্তব্যের পাল্টা প্রতিক্রিয়া শ্রফের

TV9 Bangla Digital | Edited By: জয়িতা চন্দ্র

Sep 18, 2022 | 1:07 PM

Anil Kapoor: সম্প্রতি জুগজুগ জিও জুটি অনিল কাপুর ও বরুণ ধাওয়ান উপস্থিত হয়েছিলেন কফি উইথ করণে। সেখানেই অনিল কাপুর মন্তব্য করেন জ্যাকি শ্রফকে নিয়ে।

Koffee With Karan: জ্যাকির সাফল্য কি চিন্তায় ফেলেছিল অনিলকে! মন্তব্যের পাল্টা প্রতিক্রিয়া শ্রফের
কফি ইউখ করণ সিজন ৭

Follow Us

করণ জোহরের শো আর তা নিয়ে বিতর্ক হবে না, তা কি হয়! প্রতিটা পর্ব ঘিরেই কিছু না কিছু তথ্য সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হতে দেখা যায়। কখনও সামনে আসে কফি উইথ করণে সেলেবদের মন্তব্য ঘিরে বিতর্ক, কখনও আবার আলোচনার বিষয় ঘিরেই ওঠে প্রতিবাদের ঝড়। পরচর্চা, পরনিন্দায় সিদ্ধহস্থ করণ জোহরই কেবল নন, উপস্থিত সেলেবদের মন্তব্য ঘিরেও বিতর্কের ঝড় উঠতে দেখা যায় বিভিন্ন ক্ষেত্রে। এবার প্রসঙ্গ অনিল কাপুর। সম্প্রতি জুগজুগ জিও জুটি অনিল কাপুর ও বরুণ ধাওয়ান উপস্থিত হয়েছিলেন কফি উইথ করণে। সেখানেই অনিল কাপুর মন্তব্য করেন জ্যাকি শ্রফকে নিয়ে। কী ছিল সেই স্টেটমেন্ট!

সোনম কাপুরের বাবাকে বলতে শোনা যায়, তিনি জ্যাকি শ্রফকে নিয়ে একটা সময় বেজায় চিন্তায় ছিলেন। জানান, সুভাষ ঘাইয়ের একটি প্রোজেক্ট নিয়ে যখন কাজ শুরু করেছিলেন জ্যাকি, তখন তাঁকে জ্যাকির কেরিয়ার বেশ ভাবিয়ে ছিল। স্বজন পোষণ নিয়ে প্রশ্ন করা হলে অনিল কাপুরকে বলতে শোনা যায়, “আমি এটিকে সিরিয়াসলি নিই না… আমি যখন আমার ক্যারিয়ার শুরু করি, সেই সময় অবশ্যই সানি ছিল, সেখানে সঞ্জু ছিল।” করণ জ্যাকি শ্রফের নাম যোগ করেন তালিয়া। অনিল এ বিষয় বলেন, “জ্যাকি একইভাবে বহিরাগত ছিলেন, কিন্তু তারপরও তিনি সুভাষ ঘাইয়ের কাছ থেকে প্রথম ব্রেক পেয়েছিলেন। সুতরাং, তিনি নিজেই একজন এ-লিস্টারের মতো হয়ে গেলেন। আমি তখনদক্ষিণ ভারতের একটি ছবি করছিলাম। ভালো লাগছিল না…”।

করণ জিজ্ঞেস করলেন, “সেই সময়ে জ্যাকির সাফল্য নিয়ে কি নিরাপত্তাহীন বোধ করেছিলেন?” অনিল কাপুর সততার সঙ্গে উত্তর দিয়েছিলেন, “ হ্যাঁ। জ্যাকি সফল হয়ে উঠেছেন।” এরই বিপরীতে জ্যাকি শ্রফ তার সম্পর্কে অনিল কাপুরের বক্তব্যেরপ্রতিক্রিয়া জানিয়েছেন টাইমস নাওকে, বলেছেন যে অনিল মন থেকে কথা বলেন। তিনি বলেছিলেন, “নিজের বড় ভাইয়ের দিকে তাকিয়ে এটা বলা স্বাভাবিক… তবে আমি জানি সে এমন একজন লোক যে সত্যিই, সত্যিই মন থেকে আমায় নিয়ে ভাবে, আমার জন্য যত্নশীল এবং সে যা বলে তা বেশ আবেগপূর্ণ। যখন একজন ক্ষমতাসম্পন্ন মানুষ এ কথা বলে, তখন সে আমাকে এত সম্মান দিচ্ছে।

Next Article