বাথটবে দমবন্ধ হয়ে মৃত্যু হয় বলিউডের প্রথম মহিলা সুপারস্টার শ্রীদেবীর। মেয়ে জাহ্নবীর প্রথম ছবির মুক্তির মাত্র মাস কয়েক আগেই চলে যান তিনি। শ্রীদেবীর মৃত্যুর খবর আজও মেনে নিতে পারেনি তামাম দুনিয়া। তবে এই মৃত্যুর খবর যার উপর সবচেয়ে বেশি প্রভাব বিস্তার করেছিল তিনি আর কেউ নন… তাঁর বড় নেয়ে জাহ্নবী কাপুর। এত বছর কেটে গিয়েছে তবে শেষের দিনগুলিতে মা’র উপর করা ব্যবহার আজও কষ্ট দেয় জাহ্নবীকে। মা ছটফট করছিলেন, কিন্তু মেয়ে পাত্তা দেননি তাঁকে… স্বীকারোক্তি তাঁর।
‘ধড়ক’ ছবির মধ্যে দিয়ে ডেবিউ করেছিলেন জাহ্নবী। তিনি স্টারকিড। শ্রীদেবীর কারণেই বলিউডে সহজে সুযোগ মিলেছে তাঁর–জাহ্নবীর ডেবিউয়ের সময় উঠেছিল এ হেন অভিযোগ। তাঁর কথায়,”সবাই বলছিল মায়ের জন্যই আমি আমার প্রথম ব্রেক পেয়েছি। সেই কারণেই আমি ভীষণ সচেতন হয়ে যাই। ঠিক করে নিই মায়ের থেকে কোনও সাহায্য আমি নেব না। মা সিনেমার সেটে আসার জন্য ছটফট করত। কিন্তু আমি কিছুতেই আসতে দিতাম না। মুখের উপরেই বারণ করে দিতাম। বলতাম, সব নিজে নিজে করে নেব।” জাহ্নবী যোগ করেন, “নিজেকে ভীষণ বোকা মনে হয়, ওই সব কথাগুলো বড্ড সিরিয়াসভাবে নিয়ে নিয়েছিলাম। আমি জানতাম, বুঝতে পারতাম একজন মা হিসেবে আমাকে সাহায্য করতে চাইছে আমার মা। চাইছে আমার পাশে থাকতে… কিন্তু আমি…” কথা বলতে বলতেই চোখ জলে ভরে ওঠে তাঁর। আবারও বলতে শুরু করেন, “মাঝেমধ্যে মনে হয় কাঁদতে কাঁদতে বলি মা এস, আমার সেটে চল। আমার শুট আছে। আমার তোমাকে দরকার।”
সে সুযোগ আর নেই। সম্প্রতি শ্রীদেবীর ছোট মেয়ে খুশি কাপুরও ডেবিউ করেছেন এক ওয়েব সিরিজের মধ্যে দিয়ে। মা নেই, বোনের প্রথম কাজে পাশে ছিলেন জাহ্নবী কাপুর। আগলে রেখেছিলেন তাঁকে, ঠিক মায়ের মতো।