বাড়িতে অসুস্থ মা। ডাক্তার জানিয়ে দিয়েছেন ক্যানসারের দ্বিতীয় পর্যায়ে আক্রান্ত তিনি। মা’কে হারাতে একেবারেই নারাজ জাহ্নবী কাপুর। কী করবেন বুঝতে না পেরে দিশেহারা তিনি।। বাধ্য হয়েই নাম লেখালেন মাদক সরবরাহকারীদের খাতায়। তারপর ঘটনার পর ঘটনা… কথা হচ্ছে জাহ্নবী কাপুরের। তাঁর আসন্ন ছবি ‘গুডলাক জেরি’র ট্রেলারে দেখা গেল এমনই এক গল্প।
ছবিতে জাহ্নবীর নাম জয়প্রীত শেঠি ওরফে জেরি। ট্রেলার বলছে, মা’কে সুস্থ করার তাগিদে পটনা থেকে এসে এক ড্রাগ ডিলারের কাছে যায় সে। এই ধরনের কাজে মেয়েদেরকে নিতে চায় না সেই ডিলার। কিন্তু জেরি কিছুতেই দমে না। দেশের বিভিন্ন প্রান্তে সে পৌঁছে দেয় মাদক। যদিও মাদক ব্যবহারের ক্ষতির কথাও প্রথমেই উল্লেখ রয়েছে ট্রেলারে। গোটা ট্রেলারটি হাস্যরসে ঠাসা। রয়েছে দারুণ সব সংলাপও। ছবিটি আদপে দক্ষিণী ছবি ‘কোলামাভু কোকিলা’র রিমেক। ২০১৮ সালে মুক্তিপ্রাপ্ত ওই তামিল ছবিতে প্রধান চরিত্রে অভিনয় করেছিলেন নয়নতারা। সেই ছবি হিটও হয়েছিল। জাহ্নবীর ছবিটি হিট হয় কিনা এখন সেটাই দেখার।
আগামী ২৯ তারিখ মুক্তি পাবে ‘গুড লাক জেরি’। মুক্তি পাবে এক ডিজিট্যাল প্ল্যাটফর্মে। ছবির পরিচালক সিদ্ধার্থ সেন। ছবির প্রযোজক সুবাশকারণ আল্লিরাজাহ, আনন্দ এল রাই ও মহাবীর জৈন। রয়েছেন সাহিল মেহতা ও সৌরভ সচদেবও।
বাড়িতে অসুস্থ মা। ডাক্তার জানিয়ে দিয়েছেন ক্যানসারের দ্বিতীয় পর্যায়ে আক্রান্ত তিনি। মা’কে হারাতে একেবারেই নারাজ জাহ্নবী কাপুর। কী করবেন বুঝতে না পেরে দিশেহারা তিনি।। বাধ্য হয়েই নাম লেখালেন মাদক সরবরাহকারীদের খাতায়। তারপর ঘটনার পর ঘটনা… কথা হচ্ছে জাহ্নবী কাপুরের। তাঁর আসন্ন ছবি ‘গুডলাক জেরি’র ট্রেলারে দেখা গেল এমনই এক গল্প।
ছবিতে জাহ্নবীর নাম জয়প্রীত শেঠি ওরফে জেরি। ট্রেলার বলছে, মা’কে সুস্থ করার তাগিদে পটনা থেকে এসে এক ড্রাগ ডিলারের কাছে যায় সে। এই ধরনের কাজে মেয়েদেরকে নিতে চায় না সেই ডিলার। কিন্তু জেরি কিছুতেই দমে না। দেশের বিভিন্ন প্রান্তে সে পৌঁছে দেয় মাদক। যদিও মাদক ব্যবহারের ক্ষতির কথাও প্রথমেই উল্লেখ রয়েছে ট্রেলারে। গোটা ট্রেলারটি হাস্যরসে ঠাসা। রয়েছে দারুণ সব সংলাপও। ছবিটি আদপে দক্ষিণী ছবি ‘কোলামাভু কোকিলা’র রিমেক। ২০১৮ সালে মুক্তিপ্রাপ্ত ওই তামিল ছবিতে প্রধান চরিত্রে অভিনয় করেছিলেন নয়নতারা। সেই ছবি হিটও হয়েছিল। জাহ্নবীর ছবিটি হিট হয় কিনা এখন সেটাই দেখার।
আগামী ২৯ তারিখ মুক্তি পাবে ‘গুড লাক জেরি’। মুক্তি পাবে এক ডিজিট্যাল প্ল্যাটফর্মে। ছবির পরিচালক সিদ্ধার্থ সেন। ছবির প্রযোজক সুবাশকারণ আল্লিরাজাহ, আনন্দ এল রাই ও মহাবীর জৈন। রয়েছেন সাহিল মেহতা ও সৌরভ সচদেবও।