Karan Johar Controversy: ‘একেবারে মিথ্যা’, করণ নাকি সামান্থার ব্যক্তি জীবনে হস্তক্ষেপই করেননি!

TV9 Bangla Digital | Edited By: Sneha Sengupta

Aug 16, 2022 | 10:02 AM

Samantha Ruth Prabhu: তাঁকে ও নাগাকে একটি ঘরে রেখে দিলে ধারাল অস্ত্র লুকিয়ে রাখতে হবে, এমন কথাও বলেছিলেন সামান্থা।

Karan Johar Controversy: একেবারে মিথ্যা, করণ নাকি সামান্থার ব্যক্তি জীবনে হস্তক্ষেপই করেননি!
করণ জোহর ও সামান্থা রুথ প্রভু।

Follow Us

ওটিটি প্ল্যাটফর্মে স্ট্রিম হওয়া ‘কফি উইথ করণ’ সিজ়ন সেভেনের এখনও পর্যন্ত সবচেয়ে আলোচিত এপিসোড সামান্থা রুথ প্রভুর সঙ্গে এপিসোডটি। সেখানে সামান্থা ও তাঁর স্বামী অভিনেতা নাগা চৈতন্যকে নিয়ে প্রশ্ন করেছিলেন করণ। নাগাকে অন-ক্যামেরায় ‘তোমার স্বামী’ হিসেবে উল্লেখ করেন তিনি। সামান্থা সেই সংশোধন করে বলেন, ‘স্বামী’ নয় ‘প্রাক্তন স্বামী’ বলুন। তাঁকে ও নাগাকে একটি ঘরে রেখে দিলে ধারাল অস্ত্র লুকিয়ে রাখতে হবে, এমন কথাও বলেছিলেন সামান্থা। পরে তিনি জানিয়েছিলেন, সামান্থার সঙ্গে তাঁর ব্যক্তিজীবন নিয়ে অফ-ক্যামেরাতেই কথা হয়ে যায় করণের। এ ব্যাপারে এবার মুখ খুলেছেন খোদ করণ জোহর।

একটি রেডিয়োর সাক্ষাৎকারে করণ জোহর বলেছেন, “আমি আমার অতিথিদের সেই রকম প্রশ্নই জিজ্ঞেস করি, যেগুলো নিয়ে লোক-সমাজে আলোচনা হয়েছে আগেই।” সামান্থার মন্তব্যকে উড়িয়ে দিয়ে বলেছেন, “সামান্থা যা বললেন, তা কিন্তু ঠিক নয়। আমাদের মধ্যে কথা হয়েছিল শোয়ের আগে। আমি জানি কিছু বিষয় আছে, যা আমাকে সম্মান জানাতেই হবে। বিশেষ করে সেটা যদি কারও ব্যক্তিগত জীবন নিয়ে হয়। আমি কিন্তু সেই সীমা লঘ্নন করি না। কারও ব্যাপারে যদি ব্যক্তিগত কিছু জেনেও থাকি, তা হলেও আমি সেটা নিয়ে তাঁকে সরাসরি প্রশ্ন করি না। জাতীয় টেলিভিশনে তো নয়ই। তখনই করি, যদি সেটা মানুষের আগে থেকে জানা থাকে। অনেক আলোচনা হয়ে থাকে। তাও খুবই সহজভাবে প্রশ্ন করি। সেটা সকলেই দেখেছেন ও বুঝেছে আশা করি।”

এক কথায় জমে উঠেছে করণের ‘কফি উইথ করণ’ সিজ়ন সেভেন এপিসোডগুলি। প্রতি সপ্তাহেই থাকছে চমক।

Next Article