karan Johar: এবার ঘটক করণ জোহার, কাঁধে তুলে নিলেন সারার বিয়ের ভার

TV9 Bangla Digital | Edited By: জয়িতা চন্দ্র

Nov 22, 2023 | 12:30 PM

Sara Ali Khan: তিনি এদিন করণের পাশেই দাঁড়িয়ে ছিলেন, যখন করণ জানান, কফি উইথ করণ শোয়ে এসে যে যা বলেন, তা সত্যি হয়। প্রথমে শুনে কিছুটা চুপ ছিলেন সারা, তারপর তিনি হেসে ওঠেন, কারণ তিনি কফি উইথ করণ শোয়ের শুট সেরেই ফিরছিলেন। 

karan Johar: এবার ঘটক করণ জোহার, কাঁধে তুলে নিলেন সারার বিয়ের ভার

Follow Us

করণ জোহর, বলিউডের অন্দরমহলের এই স্টার বরাবরই বিভিন্ন সেলেবদের ব্যক্তিজীবনের নানা সিদ্ধান্তে জড়িয়ে থাকেন। কারও কেরিয়ার, কারও আবার সম্পর্ক, করণ জোহরের নজর থেকে বাদ পড়ে না কিছুই। তাঁর পছন্দের স্টারদের জীবনের অধিকাংশ সিদ্ধান্তেই তিনি অংশ নিয়ে থাকেন। সিদ্ধার্থ মালহোত্রা ও কিয়ারা আডবাণীর ঘটকালি নাকি তাঁরই করা। এবার তিনি নিজে মুখেই জানিয়ে দিলেন, তিনি এবার সারার বিয়ের দায়িত্ব নেবেন। গোয়ায় ইতিমধ্যেই শুরু হয়ে গিয়েছে ৫৪ তম আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব, সেখানেই সারা আলি খানের সঙ্গে পৌঁছে গিয়েছিলেন পরিচালক তথা প্রযোজক করণ জোহর। যেখানে মুক্তি পায় তাঁর পরবর্তী ছবি অ্যায় মেরে ওয়াতান ছবির পোস্টার।

এই ছবিতেই কাজ করছেন অভিনেত্রী সারা আলি খান। তিনি এদিন করণের পাশেই দাঁড়িয়ে ছিলেন, যখন করণ জানান, কফি উইথ করণ শোয়ে এসে যে যা বলেন, তা সত্যি হয়। প্রথমে শুনে কিছুটা চুপ ছিলেন সারা, তারপর তিনি হেসে ওঠেন, কারণ তিনি কফি উইথ করণ শোয়ের শুট সেরেই ফিরছিলেন।

করণ জোহর এদিন আরও জানান, যাঁরা ঘটকালি করে বেড়ান, তিনি ইদানিং তাঁদের মতো হয়ে গিয়েছেন। সিদ্ধার্থের পর এবার তিনি সারার বিয়ের দেবেন। সারার ঘটকালি করবেন, এটাই এখন তাঁর লক্ষ্য বলে তিনি দাবি করেন। করণ জোহরের শো কফি উইথ করণ এখন রমরমিয়ে চলছে। একের পর এক পর্ব সকলের আলোচনার কেন্দ্রে জায়গা করে নিচ্ছে।

সম্প্রতি এই শোয়ে উপস্থিত হতে দেখা যায়, বরুণ ধাওয়ান, সিদ্ধার্থ মালহোত্রা, আলিয়া ভাটদের। করণ জোহরের অতিথির তালিকাতে রয়েছেন আরও অনেকে। শোনা গিয়েছিল এবার আসতে পারেন শাহরুখ খান, তবে সত্যি তিনি আসছেন কি না, তা এখনও স্পষ্ট নয়।

Next Article