জমিয়ে পার্টি দিয়েছিলেন করণ জোহর। নিজের ৫০ বছরের পার্টি বলে কথা। হাজির ছিলেন ইন্ডাস্ট্রির নামজাদারা। শাহরুখ থেকে শুরু করে অভিষেক-ঐশ্বর্যা… কে নেই? নতুন থেকে পুরনো… বিগত বেশ কিছু বছরে এই চাঁদের হাট দেখেনি মুম্বই। তবে সেই পার্টিই কি হল কাল? সূত্র জানাচ্ছে, এমনই কিছু চাঞ্চল্যকর তথ্য।
বিগত বেশ কিছু দিন ধরে মহারাষ্ট্রে করোনার গ্রাফ ঊর্ধ্বমুখী। বাড়ছে আক্রান্তের সংখ্যা। এরই মধ্যে মুম্বইয়ের অবস্থা সবচেয়ে খারাপ। শাহরুখ খান থেকে শুরু করে কার্তিক আরিয়ান, অক্ষয় কুমার একের পর একের সেলেবের করোনা আক্রান্ত হওয়ার খবর ইতিমধ্যেই প্রকাশ্যে এসেছে। আর এর নেপথ্যে দায়ী করা হচ্ছে করণের ওই তারকাখোচিত পার্টিকে। মনে করা হচ্ছে ওই পার্টিই নাকি করোনার ‘আঁতুড়ঘর’। কাজ করেছে ‘সুপারস্প্রেডার’ হিসেবে। সূত্র আরও বলছে, আমন্ত্রিতদের মধ্যে নাকি ৫০ থেকে ৫৫ জন ইতিমধ্যেই করোনায় আক্রান্ত হয়েছেন। সূত্রের কথায়, “বলিউডে করণের বেশ কিছু কাছের বন্ধু করোনা আক্রান্ত। কিন্তু তাঁরা অনেকেই ব্যাপারটা লুকিয়ে গিয়েছেন।” প্রশ্ন উঠতে পারে, কার্তিক আরিয়ান করণের পার্টিতে না থাকা সত্ত্বেও কীভাবে আক্রান্ত হলেন?
সূত্রের কথায়, কার্তিক ঝামেলার কারণে আমন্ত্রিত না থাকলেও তিনি সংক্রমিত হয়েছেন তাঁর এক হিরোইন মারফৎ যিনি হাজির ছিলেন ওই হাই প্রোফাইল ফিল্মি পার্টিতে। ওই হিরোইনের সঙ্গেই কার্তিক সম্প্রতি তাঁর এক ছবির প্রোমোশনে ব্যস্ত ছিলেন। অনেকেই আবার হাল্কা সর্দি জ্বরে পরীক্ষা করাননি বলেই শোনা যাচ্ছে। ওই পার্টি থেকে ফিরেই কেউ ফিরে গিয়েছেন শুটিংয়ে। সেখানেও অবাধে হয়েছে বহু লোকের সঙ্গে মেলামেশা। শাহরুখম, ক্যাটরিনা, অক্ষয়, কার্তিক… এঁদের সবারই করোনা আক্রান্ত হওয়ার খবর প্রকাশ্যে এসেছে। বেলাগাম উদযাপনই কি ডেকে আনল কাল? নেটিজেনদের বক্তব্য, ‘করণ কিছুতেই এই দায় এড়িয়ে যেতে পারেন না’।