২০২২ সালেই প্রথম কফি উইথ করণ সম্প্রচারিত হতে দেখা যায় ওটিটিতে। বর্তমানে এই শো-টি চলছে ওটিটি প্ল্যাটফর্ম ডিজনি + হটস্টার। তবে সম্প্রতি খবর সামনে উঠে আসে পরবর্তী সিজ়নের। কফি উইথ করণ কেন ওটিটি-তে সম্প্রচার হচ্ছে তা নিয়ে উঠেছিল প্রশ্ন। সকলেই এক প্রকার জানতে চেয়েছিল কেন এই শো-কে টিভির পর্দা থেকে সরিয়ে নিয়ে যাওয়া হচ্ছে। এখানেই শেষ নয়, সামনে উঠে আসতে দেখা যা. আরও খবর। ওটিটি-তে সম্প্রচার হচ্ছে বলে অনেক সেলেব এইবার নাকি থাকতে চাইছেন না অতিথির তালিকায়। যদিও ক্যাটরিনা থেকে শুরু করে সোনম, শাহিদ সকলকেই পাওয়া গিয়েছে এবারের চ্যাট শো-তে। তবে এই সিজন শেষের পথে। পরবর্তী সিজন কোথায় সম্প্রচারিত হবে! তার খবর ইতিমধ্যেই এল সামনে।
শনিবার ঘোষণা করেছে যে করণ জোহর সঞ্চালিত এই জনপ্রিয় চ্যাট শোটি আগামী সিজনের জন্য চুক্তিবদ্ধ করা হয়েছে। পরবর্তী সিজন, বর্তমানের মতোই, ওটিটি প্ল্যাটফর্মে স্ট্রিম হবে। পরিচালক-প্রযোজক করণ জোহর হোস্ট করা অনুষ্ঠানটি ২০০৪ থেকে ২০১৯ পর্যন্ত যে ছয়টি সিজন তৈরি হয়েছিল, তার প্রত্যাকটিই টিভি চ্যানেল স্টার ওয়ার্ল্ডে সম্প্রচারিত হয়েছিল। তবে এবার অন্য ছবি বর্তমানয
ঘোষণাটি গ্লোবাল ডিজনি ফ্যান ইভেন্ট, D23 এক্সপোতে করা হয়, সঙ্গে দুটি নতুন শোটাইম এবং মহাভারতের খবরও আসে সামনে। উভয়ই Disney+ Hotstar-এ সম্প্রচারিত হবে। এই বিষয়ে কথা বলতে গিয়ে, ডিজনি+ হটস্টার এবং এইচএসএম এন্টারটেইনমেন্ট নেটওয়ার্কের কন্টেন্ট-প্রধান গৌরব বন্দ্যোপাধ্যায় বলেন, “আমরা বিশ্বব্যাপী এক আকর্ষণীয় প্ল্যাটফর্ম।”
কফি উইথ করণ ভারতীয় বিনোদন ল্যান্ডস্কেপের সবচেয়ে আলোচিত শোগুলির মধ্যে একটি। বছরের পর বছর ধরে, এটি শাহরুখ খান, সালমান খান, আমির খান, হৃতিক রোশন, রণবীর সিং এবং রণবীর কাপুর থেকে শুরু করে প্রিয়াঙ্কা চোপড়া, কারিনা কাপুর, দীপিকা পাড়ুকোন, সোনম কাপুর, প্রায় সমস্ত বড় বলিউড তারকাদের উপস্থিতি দেখা গিয়েছে। আর প্রত্যেকেই করণের সঙ্গে খোলামেলা আড্ডায় খুব সহজেই সামিল হয়ে থাকেন।