রিয়ালিটি শো’র মঞ্চে বিয়ে করে শোরগোল ফেলে দিয়েছিলেন সারা খান ও আলি মার্চেন্ট। এমন ঘটনা আগে দেখেনি নেটদুনিয়া। সাল ২০১০। কিন্তু বিগবস শেষ হতেই হয়ে যায় বিচ্ছেদ। অভিযোগ ছিল আলি নাকি সারাকে ঠকিয়েছেন। ১২ বছর পর আরও এক রিয়ালিটি শো’র মঞ্চে তাঁর বিরুদ্ধে ওঠা সেই অভিযোগকেই কার্যত মান্যতা দিলেন আলি।
কঙ্গনা রানাওয়াতের নতুন রিয়ালিটি শো ‘লক আপ’-এ অংশ নিয়েছেন সারা। ওই রিয়ালিটি শো-তেই আবার অতিথি হয়ে এসেছেন আলি। সেখানে শো’র আর এক প্রতিযোগী পায়েল রোহত্যাগী আলিকে জিজ্ঞাসা করেন ২০১০ সালে ঘটে যাওয়া সেই সময়ের কথা। আলির কথায়, “তখন আমার মোটে ২৩ বছর বয়স। আমার মনে হয়েছিল রিয়ালিটি শো’তে বিয়ে করে আমরা ইতিহাস সৃষ্টি করব। যখন দুটি মানুষ দুজন দুজনকে ভালবাসেন তাঁরা তো বিয়েই করেন, তাই না? তবে শো থেকে বেরিয়ে আসার পর আমি বুঝতে পারি আমাদের দুই পরিবারের মধ্যে বিস্তর ফারাক রয়েছে।”
আলি আঙুল তুলেছেন সারার দিকেও। তিনি যোগ করেন, “আমি বিগবস থেকে আগে বেরিয়ে আসি। শো-য়ের মধ্যে অস্মিত পটেলের সঙ্গে সারার প্রেমের গুঞ্জন শোনা যায়। এর পর আমি দিল্লি যাই। সেখানেই এক ক্লাব এক মেয়ের সঙ্গে দেখা হয় আমার। আমরা ফোনে কথা বলি,দেখা করি আর তারপর… তবে ঘটনা নিয়ে আজও আমার অনুশোচনা যায়নি।” আলির এই ঘটনা সে সময় জানাজানি হয়েছিল মিডিয়াতেও। আলি জানান, ওই মেয়েটিই নাকি সারার মামাকে সমস্তটা জানায়। যার ফল তাঁদের বিবাহবিচ্ছেদ। তিনি আরও দাবি করেন, সারা নাকি এর পরেও তাঁর কাছে ফিরতে চেয়েছিলেন, কিন্তু ততদিনে তিনি অন্য সম্পর্কে জড়িয়ে পড়ায় তা আর সম্ভব হয়নি।
এই মুহূর্তে আবারও একসঙ্গে প্রাক্তন স্বামী-স্ত্রী। তবে সম্পর্ক আজও তিক্ত। লক আপে লেগেই রয়েছে ঝামেলা!