একটা ঝামেলা, আর তাতেই জল গড়াল অনেক দূর। কমেডিয়ান জিসান খানকে ‘সন্ত্রাসবাদী’ তকমা দিয়ে অনুতপ্ত পায়েল রোহত্যাগী। ভারতীয় মুসলমানদের ক্ষমা চাইলেন তিনি। এ সবই ঘটেছে কঙ্গনা রানাওয়াতের শো লকআপে। ঠিক কী নিয়ে ঝামেলার সূত্রপাত?
অভিনেত্রী মন্দনা করিমির সঙ্গে ‘হালাল মাংস’ নিয়ে এক বিতর্কে জড়িয়েছিলেন পায়েল। পায়েল ছিলেন হালালের বিরুদ্ধে। বিতর্কে অংশ নেন জিসানও। পায়েলকে বলতে শোনা যায়, হালাল মাংসের প্রচার কী করে করতে পারেন? এরপরেই ঝগড়া ওঠে চরমে। পায়েল দাবি করে তাঁর গায়ে থুতু ছিটিয়েছেন জিসান। অন্যদিকে জিসানের বক্তব্য পায়েলই এই কাজ আগে করেছেন। চলতে থাকে ঝগড়া। আচমকাই জিসানের ধর্ম টেনে এনে তাঁকে সন্ত্রাসবাদী বলে উল্লেখ করেন পায়েল। ঘটনায় ক্রুদ্ধ জিশানকে বলতে শোনা যায়, পায়েল যা বলেছেন তার জবাব অন্যভাবে দেবেন তিনি। লকআপের বাইরেও শুরু হয় জোর বিতর্ক।
এরপরেই এ দিন ক্ষমা চান পায়েল। হাতজোড় করে তাঁকে বলতে শোনা যায়, “নমস্কার আমি পায়েল রোহত্যাগী। আমি কারও ভাবনার উপর হস্তক্ষেপ করেছি বলে ক্ষমা চাইছি। এক ধর্মের মানুষদের বিশ্বাসে আঘাত করেছি। দয়া করে এটা জটিল করবেন না। শো’র সঙ্গে সঙ্গে এই বিতর্কও শেষ হোক।” তিনি আরও যোগ করেন, “হাত জোড় করে বলছি, যে সব ভারতীয় মুসলিমদের মনে হয়েছে আমি তাঁদের বিশ্বাসে আঘাত করেছি তাঁদের কাছে আমি জোড় হাতে ক্ষমা চাইছি।” পায়েলের বিরুদ্ধে আইনি পদক্ষেপ নেওয়ার হুঁশিয়ারি দিয়েছিলেন জিসান, যদিও ক্ষমা চাওয়ার পর তিনি তাঁর সিদ্ধান্তে অটুট থাকবেন কিনা সে বিষয়ে এখনও কোনও প্রতিক্রিয়া দেননি জিসান।
আরও পড়ুন- ‘বম্বের বেশিরভাগ পরিচালক বান্দ্রার বাইরে কী হচ্ছে জানেনই না, দক্ষিণে উল্টো’