মালাইকা আরোরা (Malaika Arora), বরাবরই সোশ্যাল মিডিয়ার হট সেন্সেশন। তাঁর পারফেক্ট ফিগারে মুগ্ধ নেটপাড়া। বড় পর্দায় তিনি থাক বা নাই থাক, রিয়ালিটি শো-র এর হাত ধরে বারে বারে খবরের শিরোনামে জায়গা করে নিয়েছেন তিনি। এখানেই শেষ নয়, কখনও ব্যক্তিগত সম্পর্কের জের, কখনও আবার অতীতের সম্পর্কের ভাঙ্গন ঘিরে চর্চায় উঠে এসেছে এই নাম। পারফেক্ট ফিগারে একদিকে যেমন প্রশংসিত তিনি, তেমনই আবার রীতিমতো তাঁর হাটার ধরন, তাঁর পোশাক মাঝে মধ্যেই ট্রোলের শিকার হয়ে থাকে। এই নিয়ে যদিও খুব একটা মন্তব্য করতে শোনা যায় না মালাইকা আরোরাকে। সোশ্যাল মিডিয়ায় (Social Media Trolling) তিনি ভীষণ সক্রিয় বরাবর।
কড়া নজর থাকে সর্বত্র, তবে পাত্তা না দেওয়ার মতোই পাশ কাটিয়ে যান তিনি বিতর্কিত বিষয়গুলোকে। তবে সত্যি কি তাঁর নজর এড়িয়ে যায় এ সমস্ত চর্চা, হয়তো নয়, তার প্রমাণই মেলে তাঁর একাধিক মন্তব্যে। সম্প্রতি আসতে চলেছে তার ওটিটি ডেবিউ শো মুভিং ইন উইথ মালাইকা। সেখানেই তাকে আনকট অবস্থায় পেতে চলেছে ভক্তরা। ৫ ডিসেম্বর শুরু হতে চলেছে আমাজন প্রাইমে এই শো। তার আগে একাধিক প্রোমোকে ভক্ত মনে উত্তেজনার পারদ তুঙ্গে। মালাইকা আরোরাকে সেখানেই বলতে শোনা যায় তিনি ঠিক কী কী বিষয়ের সাক্ষী থেকেছেন।
সদ্য মুক্তি পাওয়া প্রোমোতে স্পষ্ট হল সেই বিষয়ই। ট্রোলারদের কড়া ভাষায় কী জবাব দিয়েছিলেন মালাইকা। বিভিন্ন ছোট ছোট মনতাজ দিয়ে সাজানো নতুন প্রোমোতে দেখা গেল তাঁর পুরোনো এক ভিডিয়ো। সেই পুরোনো ভিডিয়ো সামনে আসতে শোনা গেল তিনি কীভাবে ট্রোলারদের একহাত নিয়েছিলেন- বলেছিলেন– তিনি এগিয়ে গিয়েছেন, তাঁর প্রাক্তনও এগিয়ে গিয়েছেন, আপনারা কবে এগোবেন? অর্থাৎ যে যতই তাঁর সমালোচনা করুক তিনি তাঁর কাজ করে চলেছেন কিন্তু নেট দুনিয়ায় যারা কেবল তাকেই চর্চার বিষয় হিসেবে ধরে নিয়ে একই জায়গায় থেমে রয়েছেন, তাদের ভবিষ্যৎ কী! স্পষ্ট ভাষায় প্রশ্ন তুলেছিলেন তিনি। সেই ক্লিপিং এবার চোখে পড়লো নতুন প্রোমোতে। মুহূর্তে তা ভাইরাল।