মালাইকা আরোরা (Malaika Arora) বর্তমানে ট্রেন্ডিংস্টার। সোশ্যাল মিডিয়ায় বরাবরই তাঁর দাপট থাকে চোখে পড়ার মতো। তবে সিনে দুনিয়া তাঁকে যে খুব একটা সুযোগ করে দেয়নি, সেই ইঙ্গিত এবার নিজেই দিয়ে বসলেন মালাইকা আরোরা। সদ্য তিনি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল তাঁর আগামী ওটিটি শো (OTT Show) নিয়ে। মুভিং ইন উইত মালাইকা (Moving In With Malaika), ৫ ডিসেম্বর থেকেই শুরু হতে চলেছে এই শো। তারই প্রোমোশনে এবার নিজেকে নিয়েই প্রকাশ্যে ঠাট্টা করতে পিছপা হলেন না সেলেব ডিভা। মালাইকা আরোরা বলতে দর্শকদের মাথায় ঠিক কী কী আসে? ‘অভিনেত্রী!’ নিজেই ভূমিকা থামিয়ে বললেন মালাইকা,– ‘দাঁড়ান দাঁড়ান, সত্যি অভিনেত্রী! হাউসপুল ২ দেখেছেন? অন্যকিছু বলুন।’
এরপরই তাঁকে নিয়ে ঠিক যা যা কথা হয়, প্রতিটা প্রসঙ্গকেই উড়িয়ে দেন সেলেব ডিভা। এমন কি তাঁর চলার ধরন, হাঁটার কায়দা নিয়ে যে চর্চা প্রতিনিয়ত চলতে থাকে সোশ্যাল মিডিয়ার পাতায়, তাও তিনি পলকে উড়িয়ে দেন, জানান, এবার নতুন কিছু বলা হোক। রিয়ালিটি শো, তাতে কিছু রিয়াল অর্থাৎ বাস্তব থাকুক। এই মর্মেই তাঁর শো-এর প্রোমো ভাইরাল হতেই তা পলকে সকলের নজর কাড়ে। ঝড়ের গতিতে ভাইরাল হন মালাইকা আরোরা। যদিও তিনি বরাবরই বোল্ড স্টেটমেন্ট দিয়ে থাকেন তাঁর ভক্তদের উদ্দেশে।
তবে ফ্য়াশন, তর্ক-বিতর্ক, ট্রোলিং সমস্ত কিছু একপাশে সরিয়ে রেখে মালাইকা আরোরা বর্তমানে খবরের শিরোমানে তাঁর ওটিটি শো-কে কেন্দ্র করেই। এই শো-এর হাত ধরেই তাঁর পুত্রও ভক্তদের সামনে আসতে চলেছেন। আনকাট মালাইকাকে নিয়ে ভক্তদের মনে জমতে থাকা একাধিক কৌতুহলের কয়েকদিনের মধ্যেই ইতি ঘটতে চলেছে। ফলে এই সেলেব ডিভাকে নিয়ে একন চর্চা তুঙ্গে। যেখানে তিনি নিজেই স্পষ্ট করেছেন, রটনা নয়, মালাইকা আদপে কী তাঁর ঝলকই থাকবে শো-এর প্রতিটা পর্বে।