চলতি মাসে প্রথম থেকেই মালাইকা আরোরার শো নিয়ে ভক্ত মনে জল্পনা ছিল তুঙ্গে। তবে মালাইকার শো শুরু হবার পর থেকে তা সকলের আগ্রহ ধরে রাখতে খুব একটা সক্ষম হল না। দিন দিন কমছে এই সময়ের কদর, তবে মালাইকা আরোরা নিজেই এই প্রসঙ্গে স্পষ্ট করে দেন যে, কেবলমাত্র গসিপ, মুচমুচে খবর সকলের পাতে তুলে দেবার জন্যই তিনি এই শো করছেন না।মালাইকা আরোরার আরও অজানা দিক রয়েছে, রয়েছে অন্য এক পরিচিতিও। গসিপির ঊর্ধ্বে উঠে সেগুলোকে নিয়ে কথা বলার ইচ্ছেও প্রকাশ করেন তিনি। মালাইকার কথায়,– এমন অনেক বিষয় থাকে, যেগুলো নিয়ে আমরা সচরাচল চর্চা করি না, কিন্তু সেই বিষয়গুলো নিয়ে কথা হওয়া বর্তমানে ভীষণভাবে প্রাসঙ্গিক। তিনি সেই সব বিষয়ে আলোকপাত করতে চান।
মালাইকা আরও স্পষ্ট করেন- তাঁর ব্যক্তিগত জীবন এক কথায় খোলা বইয়ের মতো। তার অতীত, তার বর্তমান, এমন কি তিনি কী কী করতে চলেছেন তা নিয়েও দর্শকের কাছে বারে বারে মুখ খোলেন। মালাইকার কথায় তাঁর জীবনে খুব একটা রাগঢাক নেই । তাঁর বিচ্ছেদের বিষয়ে সবাই জানে, তাঁর জীবনে বর্তমান সম্পর্কের কথাও সবাই জানে। তিনি যে ধরনের শো করেন, কাজ করেন, তার বলিউডে উপস্থিতি, তার সোশ্যাল মিডিয়ায় উপস্থিতি, ভীষণভাবে বাস্তব। এক কথায় কোনও ফিল্টার ছাড়াই মালাইকা, নিজেকে সকলে সামনে রাখতে পছন্দ করেন।
তবে তিনি একটা বিষয় সকলকে জানাতে চান, কোন কিছুই পরিশ্রম ছাড়া অর্জন করা যায় না।। যদি কেউ মনে করে থাকেন কিছু ব্যক্তি কিছু বিষয় এগিয়ে রয়েছে তবে তা পরিশ্রমেরই ফল। প্রত্যেকের কাছে লড়াইটা তাঁর মতো করে। তবে লড়াই ছাড়া টিকে থাকা এগিয়ে থাকা নিজেকে ধরে রাখা কোনটাই সম্ভবপর হয় না দীর্ঘদিনের জন্য। মালাইকা আরোরা তাঁর শোতে এমন অনেক বিষয় নিয়েই কথা বলেছেন, যা নিয়ে ভক্ত মনে প্রশ্ন ছিল তুঙ্গে। আরবাজ খানের সঙ্গে সম্পর্কই হোক বা অর্জুন কাপুরের সঙ্গে ভবিষ্যৎ পরিকল্পনা, দর্শকদের চাহিদা মতো তিনি তাঁর জীবন নিয়ে অধিকাংশ প্রশ্নেরই উত্তর দিয়েছেন। তবে শো-এর ভিউ নিম্নমুখী হওয়ার ট্রেন্ড বর্তমান। এখন দেখার আগামীতে কোন বোমা ফাটাতে চলেছেন তিনি।