Manoj Bajpayee: বলিউডের ওপর অভিমান! অভিনয় ছাড়ছেন মনোজ বাজপেয়ী?
Bollywood Inside: আর্থিক দিক থেকে খুব একটা লাভবান হয়নি কোনদিনই তিনি, অভিনেতা এমনটাই দাবি করে বসেন সম্প্রতি এক সাক্ষাৎকারে। বলিউড নিয়ে মনের কোণে আক্ষেপ তো থেকেই গিয়েছে।
মনোজ বাজপেয়ী, ৯০ দশক থেকে একের পর এক ভাল ছবি দর্শকদের উপহার দিয়ে এসেছেন অভিনেতা। কখনও সামনে এসেছে তাঁর খলনায়ক রূপ, কখনও আবার তিনি পর্দার মাসিহা। অভিনয় জগত নিয়ে মনে আক্ষেপ কম নেই তাঁর। শাহরুখ খান, সলমন খানদের খুব কাছ থেকে দেখেছেন, পরিশ্রমও করেছেন সমানতালে। তবু তাঁদের মতো পারিশ্রমিকের পর্যায় তিনি আজও পৌঁছেননি। অথচ একের পর এক দাপুটে চরিত্রে অভিনয় করে সকলের মনে রাতারাতি জায়গা করে নিচ্ছেন মনোজ। রাতারাতি জনপ্রিয় হচ্ছে তাঁর ওটিটি সিরিজ থেকে সিনেমা। কিন্তু আর্থিক দিক থেকে খুব একটা লাভবান হয়নি কোনদিনই তিনি, এমনটাই দাবি করে বসেন সম্প্রতি এক সাক্ষাৎকারে। বলিউড নিয়ে মনের কোণে আক্ষেপ তো থেকেই গিয়েছে।
সেই অভিমান থেকেই কি এবার অভিনয় ছাড়তে চলেছেন তিনি? না তেমনটা না জানালেও অবসরে কী করতে চান, সেই রহস্য ফাঁস করলেন মনোজ বাজপেয়ী। অমিতাভ বচ্চনের মতো শেষ সময় পর্যন্ত অভিনয় করার ইচ্ছে বোধহয় অভিনেতা নেই। সেই কারণেই স্থির করেছেন অবসর নেওয়ার পর একান্তে অনেক দূরে শহরের কোলাহল থেকে নিজেকে সরিয়ে নিয়ে যাবেন। এক পাহাড়ের কোলে তৈরি করবেন নিজের ছোট্ট বাড়ি। না, তাঁর কোন বড় প্রাসাদ থাকবে না। তিনি প্রকৃতির কোলে সেই ছোট্ট বাড়িটিতেই শেষ জীবন কাটাতে চান।
সম্প্রতি এমনই মনের ইচ্ছের কথা খোলসা করলেন অভিনেতা। মনোজ বাজপেয়ী, বরাবরই বেশ খোলা মনের মানুষ। বলিউড নিয়ে শত আক্ষেপ থাকলেও অভিনয়কে আঁকড়ে ধরেই বাঁচতে চেয়েছেন তিনি। চেয়েছেন একের পর এক ভাল অভিনয় উপহার দিতে। অর্থের তুল্যমুল্য বিচার না করেই চরিত্রকে ভালবেসে ছবি গ্রহণ করেছেন মনোজ বাজপেয়ী। তবে আক্ষেপ কোথাও না কোথাও আজও অভিনেতার মনে থেকে গিয়েছে। কীভাবে নিজেকে বলিউডের প্রথমসারির অভিনেতা হিসেবে প্রমাণ করতে পারলেন না, কোথায় থেকে গেল খামতি, সেই প্রশ্নের উত্তর তিনি আজও হাঁতরে বেড়াচ্ছেন।