‘নিজের পরিচয়ই যদি বুঝতে না পারা যায় তবে নিজেকে ভালবাসবই বা কী করে’– এই প্রশ্ন মনিকা ডোগরার। মনিকা ডোগরা– যিনি একাধারে গায়ক, অভিনেতা। আবার একই সঙ্গে ‘প্যানসেক্সচুয়াল’ও। এই প্রথম বার নিজের চাহিদা, ছোটবেলায় তুতো ভাইয়ের দ্বারা যৌন হেনস্থার ভয়াবহ ঘটনা নিয়ে মুখ খুললেন অভিনেত্রী।
তিনি যে প্যানসেক্সচুয়াল (উভকামী) তা প্রথম বুঝতে পারেন পাঁচ থেকে ছয় বছর আগে। তাঁর কথায়, “যখন ছোট ছিলাম কখনও ভীষণ মেয়েলি আবার কখনও বা টমবয়… যখন কলেজে উঠলাম এক পার্টিতে মদ্যপ ছিলাম আমি। আমি দেখলাম পুরুষের বৈশিষ্ট্য যুক্ত এক মহিলার প্রেমে পড়েছি আমি। আমার মাথা পাগল হয়ে গিয়েছিল। এতদিন তো নিজেকে ‘স্ট্রেট’ বলেই জেনেছি আমি। হঠাৎ করেই বুঝতে পারছিলাম না আমি আসলে কী? ভেবেছিলাম আমি হয়তো বাইসেক্সচুয়াল। কারণ কখনও প্যান সেক্সচুয়াল কথাটির সঙ্গে আমি নিজেও পরিচিত ছিলাম না।” পরিবারের সঙ্গেও সম্পর্ক ভাল ছিল না মনিকার। বাবা ছিলেন চুপচাপ, মায়ের সঙ্গেও কথা ছিল বন্ধ। বিয়ে করেছিলেন কিন্তু কখনও সে কথা মিডিয়ার সামনে বলেননি। সেই বিয়েও ভেঙে যায় কারণ সহ অভিনেতার প্রতি আকর্ষণ অনুভব করেছিলেন মনিকা।
এই মুহূর্তে বিদেশে থাকেন তিনি। তবে সেক্সচুয়ালিটি নিয়ে এই চরম দ্বিধার মাঝেই ছোটবেলাতেই তাঁর ভাগ্যে জুটেছিল বিভীষিকাময় অভিজ্ঞতা। মনিকা জানিয়েছেন তুতো ভাইয়ের দ্বারা হেনস্থা হতে হয় তাঁকে। ঘুমের মধ্যে শ্লীলতাহানি করে পারিবারিক বন্ধু। তবে এখন জীবন আগের থেকে অনেক বেশি গোছানো। তবে একদা নিজের লিঙ্গ নিয়েই চরম লজ্জাজনক অবস্থার মধ্যে যেতে হয়েছিল মনিকা ডোগরাকে।