ফিরছেন নানা পাটেকর (Nana Patekar) আবার অভিনয়ে। তবে সিনেমায় নয়, এবার তিনিও ডেবিউ করতে চলেছেন ডিজিটাল মাধ্যমে। পরিচালক প্রকাশ ঝা-র (Prakash Jha) হাত ধরে ‘লাল বাট্টি’ (Laal Batti) সিরিজে দেখা যাবে নানা-কে। সামাজিক-রাজনৈতিক পটভূমিকায় তৈরি হতে চলেছে এই সিরিজ। ‘লাল বাট্টি’-তে নানা-র চরিত্রটি একজন আইনজীবীর। এর আগে প্রকাশের ‘রাজনীতি’ ছবিতে রণবীর কাপুর, ক্যাটরিনা কাইফের সঙ্গে তিনি অভিনয় করেছিলেন। অন্যদিকে, প্রকাশের ‘আশ্রম’ ভারতীয় ওটিটি মাধ্যমের অন্যতম জনপ্রিয় সিরিজ। ববি দেওল সিরিজের মুখ্য চরিত্রে অভিনয় করেন। গল্প আর সেটের দিক থেকে নানা অভিনীত সিরিজ-ও অনেকটা একই রকম হতে পারে বলে খবর। নানা যে এই সিরিজের অংশ হচ্ছেন, তা নিজেই এক সাক্ষাৎকারে জানিয়েছেন।
অভিনেত্রী তনুশ্রী দত্ত #মিটু আন্দোলনের পরিপ্রেক্ষিতে নানা পাটেকরের নাম নিয়েছিলেন। সেই কেলেঙ্কারি কাণ্ডের পর নানা অনেক দিন ছিলেন অভিনয় জগত থেকে দূরে। নানার সঙ্গে এই সিরিজে অভিনয় করতে চলেছেন মেঘনা মালিকও। সূত্রের খবর তা-ই বলছে। সূত্র আরও জানিয়েছে যে তিনি নানা পাটেকরের স্ত্রীর ভূমিকায় অভিনয় করবেন। ‘না আনা ইস দেস লাডো’, ‘দহলিজ’, ‘গুস্তাখ দিল’ এবং অন্যান্য সিরিয়ালে তাঁকে দেখা গিয়েছে। টিভি জগতে তিনি খুব পরিচিত। মেঘনা মালিককে ‘আরণ্যক’, ‘মির্জাপুর’-এর মতো ওয়েব সিরিজে দেখা গিয়েছে। তাঁর শেষ অভিনীত সিনেমা ‘অনেক’। প্রকাশ ঝা তাঁর নতুন শোয়ের জন্য একটি শক্তিশালী কাস্টকে একত্রিত করছেন সূত্রের খবর থেকে বোঝা যাচ্ছে।
নানা-কে ২০২০ সালে ‘ইটস মাই লাইফ’ ছবিতে একজন ব্যবসায়ীর চরিত্রে অভিনয় করতে দেখা যায়। ‘তড়কা’ ছবি রয়েছে তাঁর হাতে। ২০০৯ সালের ‘হর্ন ওকে প্লিজ’ ছবির সেটে নানা কীভাবে তনুশ্রীকে হেনস্থা করেছিলেন, সেই নিয়ে সোচ্চার হন নায়িকা। সেই সময় কঠিন পরিস্থিতির মধ্যে দিয়ে যান ‘প্রহার’ ছবির অভিনেতা। এরপর ২০২২ সালে আবার তনুশ্রী দাবি করেন নানা, বলিউড মাফিয়া আর তাঁদের পোষা গুণ্ডাদের লক্ষ্য তিনি। তাঁর জীবন সঙ্কটে বলেই ছিল তাঁর দাবি। তবে তনুশ্রীর আনা যৌন হেনস্থার যাবতীয় অভিযোগ স্বাভাবিকভাবেই নস্যাৎ করেছিলেন। এবার আবার কাজেও ফিরছেন।