তিন দশক ধরে দর্শক দরবারে ভাল কাজ উপহার দিয়ে আসছে অভিনেতা নানা পাটেকর। তবুও আজও কোন আক্ষেপ তাঁকে তাড়িয়ে নিয়ে বেড়ায়? সম্প্রতি তিনি তাঁর আগামী সিরিজের প্রচার নিয়ে ব্যস্ত রয়েছেন। নাম ‘দ্য ভ্যাক্সিন ওয়ার’। ‘দ্য কাশ্মীর ফাইলস’ খ্যাত পরিচালক বিবেক আগ্নিহোত্রী পরিচালিত এই সিরিজ মুক্তি পেতে চলেছে চলতি মাসেই। তারই প্রচারে এসে ওটিটি নিয়ে মুখ খুললেন ছবির অভিনেতা নানা পাটেকর। কী বললেন তিনি? মূলত অভিনেতা ওটিটির প্রশাংসায় পঞ্চমুখ। তাঁর কথায়, একটা সময় ছিল যখন অভিনেতা হতে গেলে অভিনয় গুণের পাশাপাশি থাকতে হল লুক। যা তাঁর ছিল না বলেই তিনি দাবি করেন।
তিনি নিজে কেন, তাঁর সময় এমন অনেক নায়কই ছিলেন যাঁদের অভিনয় গুণ থাকলেও ছিল না লুক। ওটিটি তাঁদের জন্য একটা জায়গা করে দিয়েছে। যাঁদের দর্শক চিনছেন, যাঁদের কাজের প্রশংসা করছেন, যাঁদের দর্শক পছন্দ করছেন। এদিন নানা পাটেকর বলেছেন, সেই সময় আমরা সুযোগ পেতাম না। আমার মতো দেখতে ব্যক্তিদের কাজ ছিল না। যেমন ওম পুরীর লুক ছিল না, ইরফানের কোনও লুক ছিল না। আমার কোনও লুক ছিল না। রাঘুবীরের কোনও লুক ছিল না। এখন আমরা একটা স্টেজ পেয়েছি নিজেদের কাজ, দক্ষতা দেখানোর জন্য। দর্শকেরা এঁদের চিনছেন। এঁনাদের ভালও বলছেন।
যদিও নানা পাটেকর তথাকথিত হিরোর তকমা না পেলেও একটা সময় তাঁকে দেখা গিয়েছিল একের পর এক দাপুটে চরিত্রে অভিনয় করে সকলের নজর কাড়তে। যা আজও দর্শক মহলে চর্চিত। তবে অভিনেত্রীর বিপরীতে থাকা সুপারস্টার হয়ে ওঠার সুযোগ হয়তো সত্য পাননি অনেকে। যাঁদের অভিনয়ে দক্ষতা থাকলেও কেবল ছিল না কোনও বিশেষ লুক না থাকার কারণে সেভাবে পড়পর্দা তাঁদের জায়গা করে দেয়নি। বরং তার বদলে তাঁরা যা পেয়েছেন ওটিটি থেকে, তা নয়া সুযোগ বটে বলেই জানান তিনি।