Nargis Fakhri: ‘নগ্ন হতে পারব না’, ওটিটি-তে কাজ করা প্রসঙ্গে কী বললেন নার্গিস ফাকরি?

TV9 Bangla Digital | Edited By: জয়িতা চন্দ্র

Jul 11, 2023 | 1:59 PM

OTT Content: ওটিটির চিত্রনাট্য মানেই তা যথেষ্ট চ্যালেঞ্জে। অনেক বেশি সাহসী। সেই কারণেও অনেকে ওটিটি-র চরিত্র গ্রহণ করতে দুবার ভেবে থাকেন। তবে নার্গিস এই প্রসঙ্গে কোনও রাখ ঢাক না করেই নিজের মন্তব্য স্পষ্ট জানিয়ে দিলেন।

Nargis Fakhri: নগ্ন হতে পারব না, ওটিটি-তে কাজ করা প্রসঙ্গে কী বললেন নার্গিস ফাকরি?

Follow Us

গত এক বছরে একে একে বহু অভিনেতা-অভিনেত্রীর ওটিটি-তে অভিষেক হয়েছে। সেই তালিকাতে এবার নাম লেখালেন অভিনেত্রী নার্গিস ফাকরি। টাটলুবাজ ওয়েব সিরিজে অভিনয় করছেনে তিনি। যার ফলে তাঁর কাছে এখন ওটিটি-র দরজাও খুলে গেল। তিনি নিজে ওটিটি-তে কাজ করার জন্য প্রস্তুত। অনেকেই রয়েছেন, যাঁরা বড় পর্দায় কাজ করার পাশাপাশি ওটিটি-তে কাজ করাকে এড়িয়ে যান। কিন্তু নার্গিস ফাকরি মোটেও তেমন সিদ্ধান্ত নিলেন না। তিনি ওটিটি-তে কাজ করতে আগ্রহী। সম্প্রতি এক সাক্ষাৎকারে এমনই জানিয়ে দিলেন তিনি। বলিউডে সেভাবে জায়গা করতে পারেননি নার্গিস। কয়েকটি ছবির কাজ করেই তিনি রীতিমত চর্চার কেন্দ্রে জায়গাও করে নিয়েছিলেন। তবে সেভাবে আর ডাক আসেনি তাঁর কাছে।

তবে ওটিটির চিত্রনাট্য মানেই তা যথেষ্ট চ্যালেঞ্জে। অনেক বেশি সাহসী। সেই কারণেও অনেকে ওটিটি-র চরিত্র গ্রহণ করতে দুবার ভেবে থাকেন। তবে নার্গিস এই প্রসঙ্গে কোনও রাখ ঢাক না করেই নিজের মন্তব্য স্পষ্ট জানিয়ে দিলেন। তাঁর কথায়, তিনি নগ্ন হতে পারবেন না। তবে সমকামী চরিত্রে অভিনয় করতে কোনও সমস্যা নেই তাঁর। এখানেই শেষ নয়, তিনি ছবি প্রসঙ্গেও মুখ খোলেন। সাফ জানিয়ে দেন এদিন তিনি, ছবি তাঁকে অনেকটা পিছিয়ে দিয়েছে। ছবি তাঁকে সেই জায়গা করে দিতে পারেনি। তাই এবার তিনি তাঁর ভাগ্য যাচাই করে দেখতে চান ওটিটি-তে।

ওটিটি-র বিষয়বস্তু নিয়ে এখনও অনেকের মনে প্রশ্ন বর্তমান। ওটিটি-তে যে ধরনের কাজ দেখানো হয়, তা অনেকেই এখনও খোলা মনে গর্হণ করতে পারেননি। সেই কারণেই ওটিটি নিয়ে এখনও মনে প্রশ্ন থেকে গিয়েছে অনেকের। সেই বিষয় মন্তব্য করে নার্গিস জানান, দর্শক কী দেখবেন, কী দেখবেন না, তা স্থির করবেন দর্শকেরাই। ওটিটি-তে যে কেবল যৌনতা এমন তো নয়, এমন অনেক গল্প, কাহিনি তুলে ধরা যায়, যা অনেক বেশি চ্যালেঞ্জে। বিস্তারে একটি গল্পকে বোনা যায়। ফলে ওটিটিকে মোটেও পিছিয়ে রাখার কথা ভাবছেন না অভিনেত্রী নার্গিস। বরং তিনি নিজেকে তৈরি করছেন ওটিটি চিত্রনাট্যের জন্যই বলে জানিয়ে দেন।

Next Article