Neena Gupta: জুহির সামনে মা-বোন তুলে কথা বলেছিল: নীনা গুপ্ত

TV9 Bangla Digital | Edited By: বিহঙ্গী বিশ্বাস

Jan 03, 2023 | 7:30 PM

Neena Gupta: ক্রিকেটার ভিভ রিচার্ডসের সঙ্গে তাঁর সম্পর্ক, বিয়ের আগেই গর্ভবতী হয়ে যাওয়ার ঘটনায় শুনতে হয়েছে নানা কটু কথাও। তবে তিনি দমে যাননি। একার হাতে মানুষ করেছেন মেয়েকে।

Neena Gupta: জুহির সামনে মা-বোন তুলে কথা বলেছিল: নীনা গুপ্ত
জুহির সামনে মা-বোন তুলে কথা বলেছিল: নীনা গুপ্ত

Follow Us

অতীতের তিক্ত অভিজ্ঞতার কথা শেয়ার করলেন নীনা গুপ্ত। জানালেন, বহু বছর আগে নাকি জুহি চাওলা ও বিনোদ খান্নার সামনেই চরম অপমানিত হতে হয়েছিল তাঁকে। মা-বোনকে টেনে নিয়ে কটুক্তি করা হয়েছিল তাঁকে। কে করেছিল কটুক্তি? ঠিক কী ঘটেছিল নীনার সঙ্গে? নীনার কথায়, “এক ছবিতে খুব ছোট একটি চরিত্রে আমায় অভিনয়ের সুযোগ দেওয়া হয়েছিল। আমার মাত্র তিন থেকে চারটে সংলাপ ছিল। কিন্তু পোস্ট প্রোডাকশনের সময় তাও কেটে বাদ দিয়ে দেওয়া হয়। আমার কিছুই বলার ছিল না। কোনও চরিত্রই ছিল না।” আর অতা নিয়েই পরিচালককে প্রশ্ন করতেই নীনাকে হতে হয় চরম অপমানিত। তিনি যোগ করেন, “বিনোদ খান্না, জুহি চাওলাসহ সকলের সামনে মা-বোন তুলে গালিগালাজ করা হয়েছিল আমাকে। আমি কেঁদে ফেলি।” এখনও কি এরকম হয় বলি ইন্ডাস্ট্রিতে? নীনার জবাব, “এখন মনে হয় না এরকম হয় বলে। বা হয়তো হয়, আমি হয়তো সেই জায়গায় আর নেই যেখান থেকে এসব শুনতে হবে আমাকে।” অতীতে কঠিন অধ্যায়ের মধ্যে দিয়ে পার হতে হয়েছে নীনাকে।

ক্রিকেটার ভিভ রিচার্ডসের সঙ্গে তাঁর সম্পর্ক, বিয়ের আগেই গর্ভবতী হয়ে যাওয়ার ঘটনায় শুনতে হয়েছে নানা কটু কথাও। তবে তিনি দমে যাননি। একার হাতে মানুষ করেছেন মেয়েকে। মেয়ে নীনা গুপ্ত এখন ফ্যাশন ডিজাইনার। ‘মাসাবা মাসাবা’ সিরিজেও অভিনয় করতে দেখা গিয়েছে তাঁকে।

ভিভের সঙ্গে কোনওদিনও বিয়ে হয়নি তাঁর। তিনি কি ভিভকে ঘৃণা করেন? একবার এক সাক্ষাৎকারে নীনা বলেছিলেন, “আমি বিশ্বাস করি কাউকে ভালবাসলে তাঁকে ঘেন্না করা মোটেও সম্ভব নয়। আমি আমার কোনও প্রাক্তনকেই ঘৃণা করিনা। আমি আমার প্রাক্তন স্বামীকেও ঘেন্না করিনা না।” নীনা যোগ করেছেন, “আমার যদি এতই খারাপ লাগত তবে আমি তাঁর সঙ্গে সন্তানের জন্মই বা দিতাম কেন? আমি কি পাগল?” মায়ের সঙ্গে সহমত মেয়ে মাসাবাও। সাফ জানিয়েছেন, মা কখনওই তাঁর বাবা (ভিভ)-র সঙ্গে মেলামেশায় বাধা দেননি। এমনকি কোনও কারণেই বাবার বিরুদ্ধে বিষিয়ে দেননি মেয়ের মনও। অন্যদিকে মাসাবার বক্তব্য, “আমার সঙ্গে আমার বাবার সম্পর্ক বেশ ভাল। মা সব সময় আমাকেই আমার সিদ্ধান্ত নিতে দিয়েছে। নিজের বিচারবুদ্ধি দিয়ে বিশ্লেষণ করার ক্ষমতা দিয়েছে।”

Next Article