OTT Platform News: বিষয়বস্তু ভাল না লাগলে চাকরি ছেড়ে দিতে পারেন, কর্মীদের জানিয়েছে নেটফ্লিক্স ওটিটি প্ল্যাটফর্ম 

TV9 Bangla Digital | Edited By: Sneha Sengupta

May 17, 2022 | 9:34 AM

Netflix New Guidelines: কারও যদি মনে হয় বিষয়গুলি তাঁদের মনের মতো হচ্ছে না, তাঁরা কোম্পানি ছেড়ে দিতে পারেন।

OTT Platform News: বিষয়বস্তু ভাল না লাগলে চাকরি ছেড়ে দিতে পারেন, কর্মীদের জানিয়েছে নেটফ্লিক্স ওটিটি প্ল্যাটফর্ম 
নেটফ্লিক্স।

Follow Us

কর্মীদের জন্য নতুন নির্দেশিকা (গাইডলাইন) প্রকাশ করেছে নেটফ্লিক্স। এই জনপ্রিয় ওটিটি প্ল্যাটফর্মের বিষয়বস্তু ভাল না লাগলে চাকরিটাই ছেড়ে দিতে পারেন তাঁরা। বিগত সাত বছরে একবারও নির্দেশিকা পাল্টায়নি এই ওটিটি প্ল্যাটফর্ম। সম্প্রতি বের করেছে নতুন নির্দেশিকা এবং তাতে এমন কথাই লেখা আছে বড় বড় অক্ষরে। লেখা রয়েছে, কোনও কর্মীর যদি নেটফ্লিক্সের কনটেন্ট পছন্দ না হয়, তাঁরা চাকরি ছেড়ে দিতে পারেন অনায়াসেই। নতুন নির্দেশিকায় লেখা আছে কর্মীদের সেই সব বিষয়ে কাজ করতে হবে যা তাঁদের ভাল নাও লাগতে পারে। কারও যদি মনে হয় বিষয়গুলি তাঁদের মনের মতো হচ্ছে না, তাঁরা কোম্পানি ছেড়ে দিতে পারেন।

যে নতুন নির্দেশিকা বের করেছে নেটফ্লিক্স, সেখানে একটু নতুন বিভাগ রয়েছে, যার নাম ‘আর্টিস্টিক এক্সপ্রেশন’। তাতে দর্শকের জন্য রয়েছে কিছু প্রোগ্র্যামিং। বলা হয়েছে, দর্শকরা সেখানে জানাতে পারেন, তাঁরা কী দেখতে চান। স্ট্রিম হওয়া ওয়েব সিরিজ় ও ছবির ক্ষেত্রে বৈচিত্র রাখা হয়েছে। নেটফ্লিক্সের মুখপাত্র জানিয়েছেন, ১৮ মাস ধরে সময় নিয়ে এই নতুন গাইডলাইন তৈরি করা হয়েছে। জানিয়েছেন, কর্মীদের বুঝতে হবে ওটিটি প্ল্যাটফর্মের জগতে নেটফ্লিক্সের স্থান ঠিক কোথায়। তাঁদের সিদ্ধান্ত নিতে হবে নেটফ্লিক্স তাঁদের জন্য কাজের আদর্শ জায়গা কি না। কালচারাল গাইডলাইন সম্পর্কে কর্মীদের নিজস্ব মতামত প্রকাশ করারও সুযোগ দেওয়া হয়েছে। ইতিমধ্যেই ১০০০টিরও বেশি মতামত পেয়েছেন তাঁরা।

গোটা বিশ্বে একটি আদর্শ ওটিটি প্ল্যাটফর্ম হিসেবে নিজেদের আসন গ্রহণ করেছে নেটফ্লিক্স। তাঁদের সঙ্গে সকলেই কাজ করতে আগ্রহ প্রকাশ করেছেন ইতিমধ্যেই। নেটফ্লিক্সের গ্রাহকের সংখ্যাও কম নয়।

Next Article