Abir Chatterjee: ফেলুদা-ব্যোমকেশ অতীত, এবার রহস্যভেদে গোয়েন্দা দীপক!

Detective Movie: স্বপনকুমারের গল্পই আসতে চলেছে বড়পর্দায়। ফেলুদা, ব্যোমকেশ, কিরীটি ছেড়ে এবার রহস্যভেদের মঞ্চে দীপক চ্যাটার্জি। গোয়েন্দা দীপক।

Abir Chatterjee: ফেলুদা-ব্যোমকেশ অতীত, এবার রহস্যভেদে গোয়েন্দা দীপক!
Follow Us:
| Edited By: | Updated on: May 18, 2023 | 2:21 PM

দেবালয়ের হাত ধরে বড়পর্দায় আসছে স্বপনকুমার। ‘এক হাতে উদ্যত পিস্তল, অন্য হাতে জ্বলন্ত টর্চ, দীপক চ্যাটার্জি পাঁচতলা হইতে জলের পাইপ বাহিয়া বিদ্যুৎ-গতিতে নীচে নামিয়া গেল।’ স্বপনকুমার বলতেই চোখের সামনে ভেসে ওঠে এই ছবিটাই। বাঙালি পাঠকের কাছে একটা সময় স্বপনকুমার ছিল এক অদৃশ্য হাতছানির মত। লোকে বলত বটতলার গোয়েন্দা। রহস্যের জট কোনও যুক্তি তর্কের বেড়াজাল মানত না, আবশ্যিকভাবে সেই গল্পে থাকত লাস্যময়ী নারীদের শরীরী বিবরণ আর তাতেই কলেজ-পড়ুয়া বা স্কুল পড়ুয়াদের কাছে এক সময় নির্জন দুপুরের নিষিদ্ধ আকর্ষণ হয়ে উঠেছিল স্বপনকুমার। এবার সেই স্বপনকুমারের গল্পই আসতে চলেছে বড়পর্দায়। ফেলুদা, ব্যোমকেশ, কিরীটি ছেড়ে এবার রহস্যভেদের মঞ্চে দীপক চ্যাটার্জি। গোয়েন্দা দীপক। প্রথমবার বড়পর্দায় আসতে চলেছে স্বপনকুমারের গোয়েন্দা চরিত্র দীপক। সিরিজ ছেড়ে বেরিয়ে ভবিষ্যতে পূর্ণ দৈর্ঘ্যের ছবি তৈরি করতে চায় হইচই এবং পথ চলা শুরু হতে না হতেই নতুন কাজ। হইচই স্টুডিওর হাত ধরেই পর্দায় আসছেন গোয়েন্দা দীপক। স্বপনকুমারের লেখা ‘বাদামী হায়েনার কবলে’ গল্প অবলম্বনে এই ছবি পরিচালনা করছেন দেবালয় ভট্টাচার্য। ছবিতে দীপক চ্যাটার্জির ভূমিকায় অভিনয় করবেন আবীর চট্টোপাধ্যায়। ব্যোমকেশের লুক ছেড়ে এবার নতুনভাবে দেখা যাবে তাকে। আবার জানা গিয়েছে এই কাহিনিতে স্বপনকুমার নিজেও রয়েছেন, আর সেই খোদ লেখকের ভূমিকায় অভিনয় করবেন পরাণ বন্দ্যোপাধ্যায়। সম্প্রতি এই ছবির শুভ মহরৎ হয়ে গেল।

‘কালো নেকড়ে’, ‘বাজপাখি’, ‘ড্রাগন’ ইত্যাদি গল্পগুলিকে ঘিরে জড়িয়ে রয়েছে বাঙালির আবেগ এবং দীপকের চরিত্র তাদের কাছে আজও হিরো। স্বপনকুমারের চটি বই । তিনি কোনও বড় প্রকাশকের ঘরের লেখক ছিলেন না। তাঁর নামে বা তাঁর বইয়ের কোনও বিজ্ঞাপন ছিল না। কেবল কিছু বইয়ের শেষে দু-এক লাইনে লেখা থাকত স্বপনকুমারের পরবর্তী বই সম্পর্কে। রঙিন প্রচ্ছদ, ভেতরে সাদা-কালো ছবি। কোনও কোনও প্রকাশক আবার শিরোনামের নীচে লিখে দিতেন, ‘কলেজ স্টুডেন্টদের জন্য’! যিনি স্বপনকুমার, তিনিই এস এন পাণ্ডে ওরফে সমরেন্দ্রনাথ পাণ্ডে আবার তিনিই শ্রীভৃগু। তার চরিত্রের কত যে ধূসর অলিগলি, গল্পের বুননে তার ছাপ পাওয়া যায়। পর্দায় স্বপনকুমারের গল্প কী রূপ নেয় তা দেখার অপেক্ষায় নেটিজেনরা। জানা গিয়েছে এই বছর কালীপুজোতেই মুক্তি পাবে ‘বাদামী হায়েনার কবলে’।