Aryan Khan: নিয়ন আলোর রাত-পার্টিতে আরিয়ান কেমন ব্যবহার করেন? জানা গেল অবশেষে

TV9 Bangla Digital | Edited By: বিহঙ্গী বিশ্বাস

Apr 15, 2023 | 12:19 PM

Aryan Khan: আরিয়ান খান- সম্পর্কে শাহরুখ খানের বড় ছেলে তিনি। তাঁকে নিয়ে ভক্তমহলে কৌতুহলের সীমা নেই। আরিয়ান কেমন? নিশিঠেকে রাতপার্টিতে কী করেন তিনি?

Aryan Khan: নিয়ন আলোর রাত-পার্টিতে আরিয়ান কেমন ব্যবহার করেন? জানা গেল অবশেষে
রাত-পার্টিতে আরিয়ান কেমন ব্যবহার করেন

Follow Us

 

আরিয়ান খান- সম্পর্কে শাহরুখ খানের বড় ছেলে তিনি। তাঁকে নিয়ে ভক্তমহলে কৌতুহলের সীমা নেই। আরিয়ান কেমন? নিশিঠেকে রাতপার্টিতে কী করেন তিনি? কেমন তাঁর ব্যবহার? জানালেন শ্বেতা তিওয়ারির মেয়ে পলক তিওয়ারি। এক সাক্ষাৎকারে পলক বলেন, “ও যেমন ও তেমনটাই। খুব খুব কম কথা বলে। কিন্তু যা বলে তা আপনার উপর বেশ বড় প্রভাব ফেলে যাবে। নিজের পার্টিতেই থাকেন। যদি আপনি কথা বলতে যান, তবে ও কিন্তু এসে কথা বলবে। কিন্তু এমনিতে ও ভীষণ চুপচাপ।” আরিয়ানের সঙ্গে বেশ কিছু পার্টিতে গিয়েছেন পলক। আর গিয়েই আরিয়ানকে নিয়ে এই উপলব্ধি তাঁর।

২০২১ সাল আরিয়ান খানের জন্য ছিল এক অভিশপ্ত সময়। মাদক কাণ্ডে গ্রেফতার করা হয়েছিল তাঁকে। যদিও অতীত পেরিয়ে তিনি আবারও ফিরেছেন মূল স্রোতে। মাদকমামলাতেও অব্যাহতি দেওয়া হয় তাঁকে। ক্যামেরার নেপথ্যে থাকতেই বেশি পছন্দ তাঁর। আরিয়ানের আগামী পরিকল্পনা সম্পর্কেও সকলেই ইতিমধ্যেই জেনে গিয়েছেন। বাবার প্রযোজনা সংস্থা থেকে ওয়েব সিরিজ প্রযোজনা করতে চলেছেন তিনি। কিছু দিন আগেই সোশ্যাল মিডিয়ায় চিত্রনাট্যের কিছু অংশ শেয়ার করে তিনি লেখেন, “অ্যাকশন বলার জন্য আর অপেক্ষা করতে পারছি না।” কে অভিনয় করছেন তাঁর ছবিতে? সূত্র বলছে, বলিউডের কেউ নয়, শাহরুখের ছেলের ছবির নায়ক নাকি ইজরায়েলের এক অভিনেতা।

দিন কয়েক আগেই পানীয়ের এক ব্র্যান্ড লঞ্চ করেছেন তিনি। সেই উপলক্ষে দিয়েছিলেন এক গালা পার্টিও। হাজির ছিলেন বলিউডের স্টারকিড থেকে অনেকেই। সেখানেই বাঙালি অভিনেত্রী নাইরা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে তাঁর এক ছবি ভাইরাল হয়। যে ছবি নিয়ে বিস্তর জলঘোলা হয়েছিল। অনেকেই মনে করেছিলেন উনিই বুঝি আরিয়ানের প্রেমিক। তবে সেই ভুল ভেঙে যায় খুব সহজেই। আরিয়ান ব্যক্তিগত জীবন নিয়েও বেশ চুপচাপ। অনন্যা পান্ডের সঙ্গে তাঁর প্রেমের গুঞ্জন একসময় শোনা গেলেও সময়ের সঙ্গে সঙ্গে সেই গুঞ্জন থিতিয়ে গিয়েছে।

 

Next Article