Unknown Facts: ‘সিনেমায় কেন ট্রান্সজেন্ডারদের দিয়েই অভিনয় করান হয় না!’ বিতর্কে বিস্ফোরক রাজপাল যাদব

TV9 Bangla Digital | Edited By: জয়িতা চন্দ্র

Jun 05, 2022 | 4:45 PM

Rajpal Yadav: একজন অভিনেতার কাজ হল একটি নির্দিষ্ট চরিত্রকে পরম সূক্ষ্মতার সঙ্গে উপস্থাপন করা... জানালেন রাজপাল যাদব।

Unknown Facts: সিনেমায় কেন ট্রান্সজেন্ডারদের দিয়েই অভিনয় করান হয় না! বিতর্কে বিস্ফোরক রাজপাল যাদব
শাড়িতে রাজপাল যাদব।

Follow Us

এই প্রথম নয়, একাধিকবার প্রশ্ন উঠেছে ট্রান্সজেন্ডারের চরিত্রে অভিনয় করা নিয়ে। কোথাও গিয়ে যেন প্রতিটা পদে পদে প্রতিবাদ জানিয়েছে সিনেদুনিয়ার সমালোচকরা। কেন সাধারণ অভিনেতাদের দিয়ে করানো হয় এই চরিত্র, উঠেছে প্রশ্নও। এবার বলিউড অভিনেতা রাজপাল যাদব এই প্রসঙ্গে সরব হলেন। সদ্য ওয়েব সিনেমা ‘অর্ধ’-এর জন্য প্রস্তুতি নিয়েছেন তিনি, যেখানে একজন ট্রান্সজেন্ডারের চরিত্রে অভিনয় করতে দেখা যাবে তাঁকে। তিনি এই বিষয় জানিয়েছেন যে, একটি নির্দিষ্ট চরিত্রের জন্য রিয়েল অভিনেতাকে কাস্ট করার প্রয়োজন হয় না।

একই বিষয়ে অভিনেতা আরও বলেন, “একটি সৃজনশীল প্রজেক্টের জন্য এটা হতেই হবে এমনটা নয়। এটি সিনেমার জন্য এবং, আমি বিশ্বাস করি না যে একজন সাধারণ অভিনেতার পক্ষে এই চরিত্রে অভিনয় করা সম্ভব।”

এই বিষয় আরও জানান অভিনেতা রাজপাল যাদব। একটা ভীষণ সহজ উদাহরণ দিয়ে তিনি বোঝান, “যদি একটি চলচ্চিত্র একজন কৃষকের জীবনের উপর ভিত্তি করে তৈরি হয়, তবে একজন প্রকৃত কৃষককে ছবিতে অভিনয় করতে দেখা যাবে না। একইভাবে, ‘অর্ধ’-এ আমি একজন ট্রান্সজেন্ডার চরিত্রে অভিনয় করেছি, একজন বাবা, একজন স্বামী এবং একজন থিয়েটার অভিনেতার চরিত্রে অভিনয় করেছি, তাই প্রকৃত সাধারন ট্রান্সজেন্ডারদেরই অভিনয় করানোর দরকার নেই।”

একজন অভিনেতার কাজ হল একটি নির্দিষ্ট চরিত্রকে পরম সূক্ষ্মতার সঙ্গে উপস্থাপন করা। “একজন অভিনেতা সর্বদা বাস্তব জীবনের ঘটনাগুলি থেকে অনুপ্রেরণা নিয়ে থাকেন, কিন্তু একটি চলচ্চিত্র মূলত বিনোদনের জন্য তৈরি হয় তাই আমি মনে করি শুধুমাত্র একজন অভিনেতাই একটি চরিত্রের একাধিক স্তরের সঙ্গে ন্যায় করতে  পারেন”, রাজপাল যাদব বিতর্কের বিপক্ষে এই যুক্তিতেই মুখ খোলেন। এই সিরিজ ‘আর্ধ’ ১০ জুন থেকে ZEE5-এ স্ট্রিম করবে।

Next Article