রাখী সাওয়ান্তের জীবনে আবারও ‘বিপর্যয়’। স্বামীর সঙ্গে বিচ্ছেদের রেশ কাটতে না কাটতেই ফের সমস্যায় তিনি। নতুন প্রেমিককে পাশে নিয়েই কেঁদে ফেললেন অঝোরে। তাঁকে দেওয়া হচ্ছে ক্রমাগত হুমকি। কে দিচ্ছেন? সে সব কিছুই মিডিয়ার সামনে ফাঁস করেছেন তিনি। শুধু যে ফাঁসই করেছেন তা নয়, একই সঙ্গে সেই ব্যক্তির বিরুদ্ধে ওষিয়াড়া থানায় অভিযোগও দায়ের করেছেন রাখী। কাকে কাঠগড়ায় দাঁড় করিয়েছেন অভিনেত্রী? তিনি আর কেউ নন, তাঁরই প্রাক্তন স্বামী রীতেশ।
রাখীর অভিযোগ তাঁর প্রাক্তন স্বামী তাঁর সমস্ত সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট হ্যাক করে নিয়েছেন। একই সঙ্গে তিনি দাবি করেন, অর্থ তছরূপও করছেন রীতেশ। রাখীর কথায়, “আমি থানায় এসেছি কারণ আমার প্রাক্তন স্বামী আমায় ভীষণ বিরক্ত করছে। আমার সমস্ত সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম ও হ্যাক করে নিয়েছে। বিচ্ছেদের আগে আমার সোশ্যাল মিডিয়া ওই চালাত। এর পর যদিও আমিও আর পাসওয়ার্ড বদলায়নি। আর এখন ও প্রতিটি জায়গা থেকে আমার নম্বরের জায়গায় নিজের নম্বর দিয়ে দিয়েছে।” এখানেই থামেননি রাখী। তিনি যোগ করেন, “আমি ভেবেছিলাম নিজের ইচ্ছানুসারে আলাদা হয়েছিলাম আমরা। কিন্তু ও আমায় পরিষ্কার বলে দিয়েছে ও আমার উপর প্রতিশোধ নেবে। আমায় ধ্বংস করে দেবে”।
রাখীর সঙ্গে সহমত হয়েছেন তাঁর প্রেমিকও। তিনিও দাবি করেন, প্রেমিকার অ্যাকাউন্টে লগ ইন করতে চেয়েও পারেননি তাঁরা। এমনকি এই কারণে গুগল পে অথবা ফোন পে ব্যবহার করতেও অক্ষম হচ্ছেন রাখী, জানিয়েছেন তাঁর প্রেমিক। কাঁদতে কাঁদতে রাখির মন্তব্য, “আমার মেসেজের কোনও জবাব দেয়নি। আমি অনুরোধ করেছিলাম আমায় বিরক্ত কোরো না। কিন্তু আমার নতুন প্রেমিক হয়েছে দেখেই এমনটা করছে। আমার অ্যাকাউন্ট থেকে লোককে ভুলভাল লিখছে। ও চায় আমায় যাতে ব্যান করা হয়, সলমন খানের সঙ্গে আমার সম্পর্কও খারাপ করাতে চায় রিতেশ।” মাস কয়েক আগে স্বামীর সঙ্গে বিচ্ছেদের ঘোষণা করেন রাখী। রিতেশের সঙ্গে তাঁর পরিচয় কী করে তা অজানা হলেও জানা যায় রীতেশ বিবাহিত। সন্তানও রয়েছে। এর পরেই সম্পর্ক থেকে সরে আসেন রাখী। এই মুহূর্তে তিনি সম্পর্কে। জল কোনদিকে গড়ায় এখন সেটাই দেখার।