Adil Khan Arrested: লাইমলাইটের জন্য রাখিকে ব্যবহার, ‘পরকীয়ায় মত্ত’ আদিল গ্রেফতার

TV9 Bangla Digital | Edited By: জয়িতা চন্দ্র

Feb 10, 2023 | 5:53 PM

Rakhi Sawant: রাখি বারে বারে জানিয়েছিলেন আদিল যেন তাঁর কাছে ফিরে আসে। যদিও লাভের লাভ কিছুই হয়নি। অবশেষে আদিলের সব তথ্য ফাঁস করে দিয়েছেন রাখি সাওয়ান্ত।

Adil Khan Arrested: লাইমলাইটের জন্য রাখিকে ব্যবহার, ‘পরকীয়ায় মত্ত’ আদিল গ্রেফতার

Follow Us

মঙ্গলবার সকালে গ্রেফতার হলেন রাখি সাওয়ান্তের (Rakhi Sawant) স্বামী আলিদ খান (Adil Khan)। গত কয়েকদিন ধরেই রাখি সাওয়ান্তের সম্পর্ক ঘিরে চর্চা তুঙ্গে। বারে বারে মিডিয়ার সামনে এসে মুখ খুলেছেন তিনি। অভিনেত্রী জানিয়েছেন, তিনি সংসার করতে চান, তাই প্রয়োজনীয় তথ্য সকলের হাতে তুলে দিতে চাইলেও তিনি পারছেন না মানবিকতার খাতিরে। কারণ আদিলের সঙ্গে তিনি ঘর বাঁধতে চেয়েছিলেন। বারে বারে জানিয়েছিলেন আদিল যেন তাঁর কাছে ফিরে আসে। যদিও লাভের লাভ কিছুই হয়নি। অবশেষে আদিলের সব তথ্য ফাঁস করে দিয়েছেন রাখি সাওয়ান্ত। ওশিয়ারা পুলিশ স্টেশনে গিয়ে অভিযোগও দায়ের করেছিলেন রাখি। এরপর রাখির বাড়িতে আদিল দেখা করতে এলে সেখান থেকেই গ্রেফতার হন আলিদ খান। ঝড়ের গতিতে ভাইরাল হয় সেই খবর।

সোমবারই রাখি সাওয়ান্ত প্রকাশ্যে জানিয়েছেন আদিলের পরকীয়ার কথা। প্রকাশ্যে এনেছেন মেয়েটির নামও। রাখির টাকায় দিনের পর দিন প্রেমপর্ব চালিয়ে যাচ্ছেন তাঁরা। রাখির কষ্টের টাকা নয়ছয় করার অভিযোগও উঠে এসেছে। এরপরও রাখিকে মার, রাখির মায়ের চিকিৎসায় সহযোগিতা না করা, রাখির সঙ্গে খারাপ আচরণের পাশাপাশি, তাঁকে দেওয়া গাড়িও না বলে হঠাৎ কেড়ে নেয় আদিল।

রাখির সঙ্গে একবাড়িতে আর থাকবেন না বলে একটি বাড়িরও খোঁজ করছিলেন আদিল। সমস্ত তথ্য প্রমাণ নিয়ে পুলিশের কাছে পৌঁছে যান রাখি সাওয়ান্ত। রাখির প্রযোজনা সংস্থার সমস্ত টাকা বর্তমানে আদিলের কাছেই রয়েছে। রাখি জানান, সঠিক সময় তাঁর মায়ের চিকিৎসা হলে তিনি হয়তো বেঁচে যেতেন। রাখিকে পথে বসিয়েছে আদিল। এরপরই পুলিশ গ্রেফতার করে আদিল খানকে।

রাখি সাওয়ান্তের সঙ্গে আদিল খানের গোপনে বিয়ে হয়, ধর্মও পাল্টে ফেলেছিলেন রাখি সাওয়ান্ত। ধর্মগ্রন্থ সাক্ষী মেনে রাখিকে কথা দিয়েছিলেন আদিল, তিনি কোনওদিন তাঁকে ছেড়ে যাবেন না। কিন্তু বাস্তবে ছবিটা যায় পাল্টে। বিয়ের খবর সামনে আনলেই আসল রূপ বেরিয়ে পড়ে আদিল খানের। তবে থেকেই সম্পর্ক ঘিরে বচসা তুঙ্গে। যার সাক্ষী গোটা দেশ।

Next Article