Randeep Hooda: ‘বিড়াল’ রূপে নতুন সিরিজ নিয়ে আসছেন রণদীপ হুডা

TV9 Bangla Digital | Edited By: Mahuya Dutta

Nov 11, 2022 | 4:44 PM

Randeep Hooda: ‘তেরা কেয়া হোগা লাভলি’ ছবিতে রণদীপের সঙ্গে একটি সামাজিক কমেডি চলচ্চিত্রের পরে,  আবার পরিচালক-অভিনেতা জুটি পাঞ্জাবের আন্ডারগ্রাউন্ড থেকে গল্প নিয়ে একসঙ্গে কাজ করছেন৷

Randeep Hooda: বিড়াল রূপে নতুন সিরিজ নিয়ে আসছেন রণদীপ হুডা
নতুন ক্রাইম থ্রিলার নিয়ে ওটিটি-তে ফিরছেন রণদীপ হুডা

Follow Us

আবার অন্য রকম চরিত্রে রণদীপ হুডা (Randeep Hooda)। তিনি এবার বিড়াল। তবে এই বিড়াল জীব নয়, গোপনে খবর সংগ্রহকারী। ২০২০ সালের ‘এক্সট্রাকশন’-এর পর আবার রণদীপ নেটফ্লিক্সের সঙ্গে জুড়ছেন তাঁর নতুন ডিজিটাল সিরিজ ‘ক্যাট’ (CAT) দিয়ে। সিরিজে তাঁর নাম গুরনাম। প্রতিশোধমুলক অ্যাকশন থ্রিলার ছবি এটি। পশ্চিম পাঞ্জাবের পটভূমি নির্ভর এই ক্রাইম থ্রিলারটি তৈরি হয়েছে। নেটফ্লিক্সের তরফ থেকে আজ টুইট করে রণদীপের সঙ্গে পুনরায় যুক্ত হওয়ার খবর জানানো হয়েছে। আগামী মাসের ৯ ডিসেম্বর মুক্তি পাবে ‘ক্যাট’। নেটফ্লিক্স ইন্ডিয়া টুইটারে সিরিজের প্রিমিয়ারের তারিখ শেয়ার করে লিখেছে “আমরা আপনাদের জন্য সুখবর নিয়ে এসেছি! @রণদীপহুডাক্যাট-এ গুরনাম চরিত্রে অভিনয় করেছেন – এটি একটি ভ্রাতৃত্ব এবং গুপ্তচরবৃত্তির গল্প,  ৯ ডিসেম্বর শুধুমাত্র নেটফ্লিক্সে মুক্তি পাবে।”

‘ষাঁড় কি আঁখ’ এবং ‘মুবারকান’ ছবির পরিচালক বলবিন্দর সিং জানজুয়া এই সিরিজ পরিচালনা করছেন। রণদীপের চরিত্রটি একজন নিরপরাধ ব্যক্তির গল্প, যে গ্যাং লর্ড, পুলিশ এবং রাজনৈতিক ক্ষমতার মধ্যে একটি গভীর, মাদক পাচারের ষড়যন্ত্রে লিপ্ত হয়ে পড়ে। সেখান থেকে সে বেরিয়ে আসতে পারে না, আরও ,সমস্যায় পড়ে সেই নিয়েই সিরিজের গল্প এগোবে। বলবিন্দরের সঙ্গে এই সিরিজে সহপরিচালক হিসেব থাকছেন রূপিন্দর চাহাল ও জিমি সিং।

‘তেরা কেয়া হোগা লাভলি’ ছবিতে রণদীপের সঙ্গে একটি সামাজিক কমেডি চলচ্চিত্রের পরে,  আবার পরিচালক-অভিনেতা জুটি পাঞ্জাবের আন্ডারগ্রাউন্ড থেকে গল্প নিয়ে একসঙ্গে কাজ করছেন৷ একটি উত্তাল সময়ের মধ্যে বেড়ে ওঠা এবং ২০০০ এর দশকের গোড়ার দিকে মাদক পাচারের ঊর্ধ্বগতির একজন সাক্ষী হয়ে, বলবিন্দর সর্বদা এই সময়সীমাটি নিয়ে কাজ করতে চেয়েছিলেন এবং ক্যাটের সঙ্গে তাঁর ইচ্ছে পূরণ হতে চলেছে।

 

Next Article