Ravi Kishan: ভোজপুরি সুপারস্টার রবি কিষাণ শহরে আসছেন, নতুন সিরিজে যিশু-শাশ্বত

Sucharita De | Edited By: বিহঙ্গী বিশ্বাস

Oct 30, 2023 | 8:43 PM

New Series: এই সিরিজের গল্পে বাংলার প্লট রয়েছে? সূত্রের খবর অনুযায়ী গল্পে পশ্চিমবঙ্গের কিছু কাহিনি থাকলেও ভারতের অন্যান্য জায়গারও গল্প থাকবে। তবে সিরিজে যে বর্তমান ও অতীত মিশে আছে, আন্দাজ করা যায়। টলিউড সূত্রে খবর, কলকাতাতেই বেশিরভাগ শুটিংয়ের পরিকল্পনা আছে। আগামী মাসে অর্থাৎ ডিসেম্বর মাস জুড়েই শুটিং চলার কথা।

Ravi Kishan: ভোজপুরি সুপারস্টার রবি কিষাণ শহরে আসছেন, নতুন সিরিজে যিশু-শাশ্বত
রবি ও পরিচালক।

Follow Us

 

কলকাতা এমন এক শহর, যেখানে প্রাচীন ও আধুনিকতা সমান ভাবে বিরাজ করে। আর সেই কারণেই কলকাতা শহর বরাবরই বলিউডের খুব পছন্দের জায়গা শুটিংয়ের জন্য। বলিউড থেকে দক্ষিণের সুপারস্টার, শহরে একের পর এক এসেছেন শুটিং করতে। সিনেপাড়ার খবর, খুব শীঘ্রই কলকাতায় এক নতুন ওয়েব সিরিজ়ের শুটিংয়ের কাজ করতে আসছেন ভোজপুরি সুপারস্টার তথা বলিউড অভিনেতা রবি কিষাণ। আরও খবর, সিরিজের পরিচালক বাঙালি পরিচালক রোহন ঘোষ। ‘কালি’ সিরিজের সাফল্যের পর আবার নতুন এক হিন্দি সিরিজের কাজ শুরু করতে চলেছেন রোহন। প্রসঙ্গত ‘কালি’ সিরিজে পাওলি দামের অভিনয় চোখে পড়ার মতো। এছাড়াও আরও এক নারীকেন্দ্রিক ডিটেকটিভ গল্পকে ভিত্তি করে তৈরি ওয়েব সিরিজের পরিচালনা করেছিলেন রোহন—’নাম দময়ন্তী’। এই সিরিজটি হিন্দি ও বাংলা ২টি ভাষাতেই হয়েছিল। এছাড়াও ‘মুক্তি’ নামে একটি ছবিও পরিচালনা করেছেন রোহন। এই ছবিতে প্রধান চরিত্রে ছিলেন ঋত্বিক চক্রবর্তী ও অর্জুন চক্রবর্তী।

এবার রোহন নতুন এক সিরিজের শুটিংয়ের পরিকল্পনা করেছেন কলকাতায়। ডিসেম্বর মাসেই এই সিরিজের শুটিংয়ের কাজ শুরু হবে। প্রসঙ্গত TV9 বাংলাই প্রথম জানিয়েছিল যে, শাশ্বত চট্টোপাধ্যায় ও যিশু সেনগুপ্ত একসঙ্গে একটি হিন্দি সিরিজে কাজ করতে চলেছেন। সেই সিরিজের কাজই শুরু হবে ডিসেম্বর মাসে। যদিও পরিচালক এই বিষয়ে মুখ খোলেননি। ছবির প্রযোজনার দায়িত্বে রয়েছেন ‘তালি’ সিরিজের ক্রিয়েটর রাই, অর্জুন সিংহ ও কার্তিক। পশ্চিমবঙ্গের কোস্টাল এলাকা-সহ উত্তর কলকাতার বিভিন্ন অলিগলিতে শুটিংয়ের পরিকল্পনা রয়েছে। এছাড়াও শহরতলির বেশ কিছু লোকেশন পছন্দ হয়েছে। আরও জানা যাচ্ছে, টলিউডের যিশু-শাশ্বত, রবি কিষাণ ছাড়াও বেশ কিছু বলিউডের অভিনেতারা রয়েছেন। সঙ্গে একাধিক বাঙালি অভিনেতাকেও দেখা যাবে।

তাহলে কি এই সিরিজের গল্পে বাংলার প্লট রয়েছে? সূত্রের খবর অনুযায়ী গল্পে পশ্চিমবঙ্গের কিছু কাহিনি থাকলেও ভারতের অন্যান্য জায়গারও গল্প থাকবে। তবে সিরিজে যে বর্তমান ও অতীত মিশে আছে, আন্দাজ করা যায়। টলিউড সূত্রে খবর, কলকাতাতেই বেশিরভাগ শুটিংয়ের পরিকল্পনা আছে। আগামী মাসে অর্থাৎ ডিসেম্বর মাস জুড়েই শুটিং চলার কথা। প্রসঙ্গত,এই সিরিজের শুটিংয়ের পাশাপাশি কলকাতায় আসতে চলেছেনআরও এক দক্ষিণের তারকা তাঁর মালায়ালাম ছবির শুটিংয়ের জন্য। তবে সেই খবর পেতে চোখ রাখতে হবে TV9 বাংলার ওয়েবসাইটে।