পুষ্পা ছবি ঘিরে প্রথম থেকেই উত্তেজনার পারদ তুঙ্গে। একে পর এক ছবি মুক্তি পাচ্ছে বড়পর্দায়। তবে পুষ্পা হাত ধরে শুরু হওয়া দক্ষিণী ছবির জোয়ার সেই যে করোনা পরিস্থিতির পর নজরে এসেছে, আজও যেন তা অব্যহত। কেজিএফই হোক বা আরআরআর, ছবি মুক্তি পাওয়া মাত্রই দর্শক মনে তা জায়গা করে নিচ্ছে। দক্ষিণী ছবির ভক্ত তাই রাতারাতি বেড়ে গিয়েছে এই কয়েকটি ছবির হাত ধরে। অনবদ্য অভিনয়ে সকলকে চমকে দিয়েছে দক্ষিণের চকোলেট বয় আল্লু অর্জন। প্রথমটায় দেখলে যেন ঠিক চেনাই যাচ্ছে না, পুষ্পা ছবির জন্য নিজেকে ঠিক এমনভাবেই ভেঙে গড়েছিলেন তিনি।
ছবির আইটেম গান থেকে শুরু করে ছবির গল্প, এমন কি আল্লু অর্জুনের আইকনিক স্টাইলও এখন ছোট থেকে বড় সকলের নখদর্পনে। ছবিতে আরও একটু স্বাদ বাড়িয়েছিলেন অভিনেত্রী সামান্থা প্রভু। বলিউড থেকে একাধিক সেলেবরা পেয়েছিলেন ডাক ও অন্তওয়া গানের জন্য, তবে সকলেই কোনও না কোনও কারণ বশত সেই প্রস্তাব ফিরিয়েছেন। আর সেই সুযোগেই সকলকে তাক লাগিয়ে আরও একবার ভাইরাল হয়েছেন সামান্থা। আল্লুর সঙ্গে পাল্লা দিয়ে নেচে যেভাবে এই গানকে হিট করে তুলেছেন তিনি, মুহূর্তে ষেন তাঁর চাহিদাও বেড়ে হয়েছে দ্বিগুন।
তবে এবার আর আল্লু অর্জুন নন, অক্ষয় কুমারের সঙ্গে জুটি বাঁধলেন সামান্থা, ভাবছেন কোথায়! সম্প্রতি শুটিং হয়ে গেল কফি উইথ করণ সিজ়ন ৭-এর এই এপিসোডের। সেখানে অক্ষয় কুমার ও সামান্থাকে এক সঙ্গে দেখা যাবে। সেখানে এসেই অক্ষয় কুমারকে শিখিয়ে দিলেন নাচ। খিলাড়ির সঙ্গে কিলার লুকে সামান্থার আইটেম সঙ্গ মুহূর্তে ঝড় তুলল সোশ্যাল মিডিয়ার পাতায়। করণের শো-তে এই জুটির আড্ডা দেখা যাবে ২১ জুলাই থেকে। ওটিটি কফি উইথ করণ শো-এর জনপ্রিয়তা বর্তমানে তুঙ্গে, ইতিমধ্যেই ভিউ চমকে দিয়েছে সকলকেই। সেই শো-এই এবার সামান্থা-অক্ষয় জুটির নাচ ফ্রেমবন্দি।