সামান্থা প্রভু, এক কথায় বলতে গেলে যাঁর উপস্থিতিতে পর্দায় ঝড় ওঠে, দক্ষিণের সেই স্টারই এখন ঝড় তুলেছে নেট দুনিয়ার পাতায়। ঝড়ের গতিতে ভাইরাল সিনে দুনিয়ায় এখন সামান্থা। গত কয়েকমাসে বলিউড-দক্ষিণী দুনিয়ার বিভাজনটা বেশ কিছুটা ভেঙে গিয়েছে। এখন দক্ষিণী দুনিয়ায় বলিউড স্টারেরা গিয়ে যেখন অভিনয় করছেন, ঠিক তেমনই পাল্লা দিয়ে দক্ষিণী দুনিয়ার স্টারদের বলিউডে পা রাখতে দেখা যাচ্ছে। ঝড়ের গতিতে ভাইরাল এক একটি ছবি, আবার উল্টো ছবিটাও দেখা যাচ্ছে, প্রভাস থেকে শুরু করে রশ্মিকা, সকলেই ধীরে ধীরে পা বাড়াচ্ছে বলিউডে, অতীতেও যা ধটেছে একাধিকবার। এবার সেই তালিকাতে নাম লিখিয়ে সকলের নজর কাড়তে চলেছেন কি সামান্থা! সম্প্রতি সেই জল্পনাই তুঙ্গে।
বড় পর্দার পরই এখন যেখানে দর্শকেরা ঝুঁকছেন, তা হল এবার ওটিটি প্ল্যাটফর্ম। ওটিটি প্ল্যাটফর্মে হাজির হচ্ছেন এখন একে একে সকলেই। প্রথমসারিতে থাকা সেলেবরাই এখন দস্তুর মত কাজ করছেন ওটিটি প্লাটফর্মে। অক্ষয় কুমার থেকে শুরু করে অভিষেক বচ্চন, সিদ্ধার্থ মালহোত্রা প্রত্যেকেই ওটিটিতে কাজ করেছেন। এবার সেই তালিকাতে নাম লেখাতে চলেছেন বরুণ ধাওয়ান। সঙ্গে থাকতে পারেন সামান্থা প্রভু। বর্তমানে যুগ যুগ জিও ছবির কাজ নিয়ে ব্যস্ত রয়েছেন বরুণ ও কিয়ারা। চলছে ছবির চুটিয়ে প্রমোশন।
এর আগেই সামান্থা ওটিটি দুনিয়ায় ঝড় তুলেছেন, কারণ দ্য ফ্যামিলি ম্যান সিজন ২-তে তাঁ উপস্থাপনা সকলকে তাক লাগিয়ে দিয়েছিল। সেখানে রাজির চরিত্রে ঝড় তুলেছিলেন সামান্থা প্রভু। দিন দিন যেন রূপ ফেটে পড়ছে। সামান্থাকে দেখে এক কথায় হ্যাঁ ভক্তমহল, তবে না, নিজেকে ফিট রাখার বিষয় কোনও রকমের ফাঁক রাখেন না তিনি। কয়েকদিন আগে থেকেই নানা জল্পনা ছিল তুঙ্গে। নতুন কোন প্রজেক্ট হাতে নিতে চলেছেন তিনি!
কেউ আবার প্রশ্ন করে বসল আগামী ছবিতে কি অ্যাকশন লুকে দেখা যাবে তাঁকে, নানা জনের নানা মত, ঝড়ের গতিতে ভাইরাল হওয়া সামান্থা যে নিজেকে এবার সব রকমভাবে পোক্ত করে তুলতে পা বাড়িয়েছেন, সেই ইঙ্গিত স্পষ্টই। বেড়েছে ভক্তমহলে চাহিদা, বেড়েছে তাঁর একাগ্রতাও। এই পিক সময় তাই নিজেকে আরো একবার গড়ে নেওয়ার পালা। অভিনেত্রীদের মাঝে কড়া টক্কর দিতে প্রস্তুত সামান্থা এবার কোমর বেঁধে নেমে পড়ছে ময়দানে। এবার সেই লক্ষ্যেই বলিউডে পা বাড়াচ্ছেন সামান্থা।