‘ফোর মোর শটস প্লিজ’ সিরিজের সিজিন ৩ মুক্তি পেয়েছে। সায়নী গুপ্ত, মানভি গাগরু, বাণী জে. এবং কীর্তী কুলহারি-এই চার অসমবয়সি বন্ধুর জীবনকে কেন্দ্র করে তৈরি এই সিরিজ। তাঁদের জীবনের নানা কাহিনি উঠে এসেছে আগের দুটো সিজনে যেমন, তেমনই এই সিজনেও দেখা যাচ্ছে তাঁদের জীবন যুদ্ধের গল্প। এই মুহুর্তে তাঁরা ব্যস্ত সিরিজের প্রচারে। এমনই এক প্রচারে তাঁদের ওয়াইল্ডেস্ট ফ্যান্টাসি নিয়ে জানতে চাওয়া হলে সায়নী বলেন, “যদি….যদি সম্ভব হয়…তবে চাই সারা পৃথিবী প্রত্যেকটি দেশ দেখতে”। একই প্রশ্নের উত্তরে মানভি টাইম মেশিনে চড়ে যেতে চান ভবিষ্যতে। তিনি বললেন, “হোক চাই না, তবে ইচ্ছেও রয়েছে যে আমি ভবিষ্যতে যেতে চাই। এখন থেকে ১০ কিংবা ২০ বছর পর কী হবে আমার সঙ্গে জানতে চাই। যদি মরে যাই এটা জানতে পারি তাহলে জীবনের সব আনন্দ ভোগ করে যাব”।
দুইজনের কথা শুনতে শুনতে বিভোড় বাণী ভুলে গিয়েছিলেন প্রশ্ন। মনে করাতেই তিনি তাঁর ওয়াইল্ডেস্ট ফ্যান্টাসি নিয়ে বললেন, “আমি যেতে চাই প্রাইভেট দ্বীপে, যেখানে ভিসা লাগবে না। তবে একটু সেফ হতে হবে”। বাণীর কথার মাঝেই সায়নীর আরও একটা ইচ্ছের কথা শেয়ার করলেন। মারিয়ানা ট্রেঞ্জ, প্রশান্ত মহাসাগরের তলদেশে গভীর খাত বা পরিখায় যেতে চান তিনি। এটা শুনে বাণীর উত্তর, “তুমি এতো ছোট যে হারিয়ে যাবে”। প্রতিত্তোরে সায়নী বলেন, “কেন তুমি বাঁচাবে”।
এই মজার মাঝেই মানভির কেমন পাত্র চাই জানতে চাইলে তাঁর তালিকায় কী কী থাকতে পারে তা নিয়ে মজা করতে থাকেন। কিন্তু মানভি তাতে কান দেন না, “তাঁকে হতে হবে মজাদার, বুদ্ধিমান, ব্যক্তিত্বসম্পন্ন, পশুপ্রেমী, ট্রাভেলার….” বলে আরও ভাবতে গিয়ে বলেন, না এমন হলেই চলবে। পাশ থেকে বাণী বড়লোক চাই বলতেই সিদ্ধি প্যাটেলের সপাট জবাব, সেটা তিনি নিজেই রোজগার করে নিতে পারবেন।
বলিউডের কোন বিবাহিত অভিনেতা পছন্দ সায়নীর? না, কোনও বিবাহিত পুরুষকে ডেট করতে চান না তিনি। একবারে যার বিয়ে হয়ে গিয়েছে তাঁর ঘর ভাঙতে নারাজ সায়নী। আর কারও ব্রেকআপ হলে বাণীর পরামর্শ জিমে যাওয়ার। নিজেকে ফিট রাখতে এটা সবচেয়ে কাজে দেয় বলেই তাঁর মনে হয়। ‘ফোর মোর শটস প্লিজ’-এর উমঙ্গ চরিত্র থেকে এখনও বের হননি বাণী বোঝাই যাচ্ছে উত্তর শুনে।