সুনীল শেট্টির দুই সন্তান। আথিয়া শেট্টি ও আহান শেট্টি– দু’জনেই নাম লিখিয়েছেন শো-বিজে। ভারতীয় হলেও ভারতীয় বোর্ডে পড়াশোনা করেননি কেউই। বরং বেছে নিয়েছিলেন মার্কিনী বোর্ড। বেছে নিয়েছিলেন এর পরিবর্তে বোধহয় বেছে দেওয়া হয়েছিল বলা ভাল। বাবা সুনীল শেট্টিই চাননি ছেলেমেয়েদের ভারতীয় স্কুলে ভর্তি করতে। নেপথ্যে রয়েছে এক বিশেষ কারণ। না, দেশের বোর্ডের প্রতি অনাস্থা নয়, তাঁর এই সিদ্ধান্তের নেপথ্যের আসল কারণ নিয়ে মুখ খুললেন সুনীল। তাঁর কথায়, “আমি চাইনি ভারতীয় বোর্ডে গিয়ে ওদের কেউ স্পেশ্যাল অনুভব করাক। ওরা স্টারকিড, কিন্তু সেই ভাবনা ওদের মধ্যে ছোট থেকেই ঢুকে যাক, এমনটা আমি চাইনি।”
তিনি যোগ করেন, “আমার মনে হয়েছিল, ওরা এমন এক পৃথিবীর অংশ হোক যেখানে ওরা কে, ওদের বাবা মা-কে , তা নিয়ে লোকের বিশেষ মাথা ব্যথা নেই। মনে আছে, আমার বাবা বলেছিলেন, ওখানে অনেক টাকা, কিন্তু আমি কোনওভাবে ম্যানেজ করি ওদের।” দুই সন্তানই শো-বিজে। অথচ সুনীল জানিয়েছেন, শো- বিজে আসার সিদ্ধান্ত একেবারে শেষ মুহূর্তে নিয়েছেন আথিয়া।
তিনি আরও বলেন, “আমরা কলেজে আথিয়ার ভর্তি করাতে যাই, সব ভাল ভাবে হয়। কিন্তু ফেরার পথে ও আমাদের বলে, ‘বাবা জান, আমার না একদম ভাল লাগছে না’। আমি জিজ্ঞাসা করি, ‘তুমি কী করতে চাও’? ও আমায় বলে বিনোদনের জগতে প্রবেশ করতে চায়।” মেয়ের ইচ্ছেকে সেদিন মান্যতা দিয়েছিলেন সুনীল। আথিয়াও সব ছেড়ে চলে আসেন সেলুলয়েডের মোহে। ২০১৫ সালে সূরজ পাঞ্চোলীর বিপরীতে ডেবিউ করেন আথিয়া, অন্যদিকে তারা সুতরিয়ার বিপরীতে ডেবিউ করেন আহান। যদিও এখনও ভাই-বোনের কোনও ছবিই হিট হয়নি বলিউডে।