Sushmita Sen: হৃদরোগে আক্রান্ত সুস্মিতা সেন, হল অ্যাঞ্জিওপ্লাস্টি

TV9 Bangla Digital | Edited By: বিহঙ্গী বিশ্বাস

Mar 02, 2023 | 8:15 PM

Sushmita Sen: হৃদরোগে আক্রান্ত হয়েছেন প্রাক্তন বিশ্বসুন্দরী তথা অভিনেত্রী সুস্মিতা সেন। বেশ কিছু দিন আগেই হৃদরোগে আক্রান্ত হলেও এ দিন অর্থাৎ বৃহস্পতিবার এই খবর সামনে এসেছে।

Sushmita Sen: হৃদরোগে আক্রান্ত সুস্মিতা সেন, হল অ্যাঞ্জিওপ্লাস্টি
হৃদরোগে আক্রান্ত সুস্মিতা সেন

Follow Us

হৃদরোগে আক্রান্ত হয়েছেন প্রাক্তন বিশ্বসুন্দরী তথা অভিনেত্রী সুস্মিতা সেন। বেশ কিছু দিন আগেই হৃদরোগে আক্রান্ত হলেও এ দিন অর্থাৎ বৃহস্পতিবার এই খবর সামনে এসেছে। জানা গিয়েছে স্টেন্ট বসেছে অভিনেত্রীর। হয়েছে অ্যাঞ্জিওপ্লাস্টি। অভিনেত্রীর অবস্থা আগের থেকে ভাল। ইনস্টাগ্রামের হৃদরোগের খবর শেয়ার করেছেন সুস্মিতা নিজেই। বাবার সুবীর সেনের সঙ্গে ছবি শেয়ার করে সুস্মিতা লিখেছেন, “তোমার হৃদয় সাহসে ভরে রাখ। আর যখনই দরকার হবে আমি তোমার পাশে দাঁড়াব সোনা– এই কথাগুলো বাবাকে বলতে শুনেছি সব সময়, কিছু দিন আগে আমার হার্ট অ্যাটাক হয়। অ্যাঞ্জিওপ্লাস্টি হয়েছে। আমার কার্ডিওলজিস্ট জানিয়েছে, আমার হৃদয় নাকি খুব বড়।” তিনি আরও যোগ করেন, “এই পোস্টটা দেওয়ার একটাই কারণ, সকলের সঙ্গে সুখবর ভাগ করে নিতে যাই যে, আমি ভাল আছি। আরও কিছু বছর বেঁচে থাকতে পারব। তোমাদের সবাইকে খুব ভালবাসি।” এরপরেই খানিক নিশ্চিন্ত হতে পেরেছেন সুস্মিতা ভক্তরা। প্রায় পঞ্চাশ ছুঁইছুঁই অভিনেত্রী যে আগের থেকে ভাল আছেন এই বার্তাতে খুশি তাঁরা।

এই মুহূর্তে ৪৭ বছর বয়স সুস্মিতার। তিনি যে বরাবরই ফিটনেস ফ্রিক সে কথা সকলেই জানেন। জীবন চালান নিয়ম মেনে। শুধু কি তাই? শরীরচর্চাও চলে জোরকদমে। তা সত্ত্বেও তিনি হৃদরোগে আক্রান্ত হলেন কী করে তা কিছুতেই বুঝে উঠতে পারছেন না ভক্তরা। সাম্প্রতিক অতীতে বারংবার অভিনেতাদের হৃদরোগে আক্রান্ত হওয়ার খবর সামনে এসেছে। হৃদরোগে আক্রান্ত হয়েই প্রাণ হারিয়েছেন সিদ্ধার্থ শুক্লার মতো ব্যক্তিত্বরা। শুধু হৃদরোগই নয় ব্রেনস্ট্রোকের খবরও বারেবারেই সামনে এসেছে। এর কারণ কি কম ঘুম ও অতিরিক্ত পরিশ্রম? চিকিৎসকেরা অন্তত মনে করছেন এমনটাই।

 

 

বরাবরই নিজের শর্তে বাঁচেন সুস্মিতা। তাঁর দুই সন্তান রয়েছে। প্রেম তাঁর জীবনে আসে প্রেম ভাঙেও বারংবার। তবু তিনি বহু মহিলার কাছেই অনুপ্রেরণার আধার। সম্প্রতি ওয়েব সিরিজে কাজ করছেন তিনি। তাঁর অভিনীত ‘আরিয়া’ বেশ হিট। কিছু দিন আগেই নতুন ছবির ঘোষণাও করেছিলেন সুস্মিতা। আপাতত তিনি দ্রুত সুস্থ হয়ে আবারও কাজে ফিরুন– এমনটাই প্রার্থনা তাঁর অনুরাগীদর।

Next Article