সুস্মিতা সেন ইনস্টাগ্রামে তাঁর সর্বশেষ যে পোস্ট দিয়েছেন তাতে তিনি তাঁর মেয়েদের সঙ্গে ছুটি কাটানোর কথা বলেছেন। তাঁর পোস্টটি একটি ভিডিয়ো। যেখানে দেখা যাচ্ছে ভূমধ্যসাগরে ডুব দেওয়ার পরে অভিনেত্রী রেনি এবং আলিশাহর সঙ্গে মালদ্বীপে তাঁর স্নরকেলিং করছেন। ছোট্ট ক্লিপংটি সুস্মিতার জলের নিচে সাঁতার কাটার একটি সুন্দর মুহূর্তকে তুলে ধরেছে। তিনি পোস্টের সঙ্গে ক্যাপশনে লিখেছেন, “মাইউনিভার্স আহ! অনেক স্নেহ এবং গ্রহণযোগ্যতার সঙ্গে এই মহিমান্বিত প্রাণীগুলি… আমি বছরে অন্তত একবার আমার মেয়েদের সঙ্গে মালদ্বীপে যাই, স্নরকেল এবং স্কুবা ডাইভ করতে…ভারত মহাসাগরের জাদুকরী শান্তি এবং নিরাময় অনুভব করতে!! এইবার আমার বাবা @সেনসুবীর আমাদের সঙ্গে যোগ দিয়ে এটিকে সুপার স্পেশাল করেছেন!! আলিশাহ একটি স্টিংগ্রেকে চুম্বনে সাহস করে। রিফ হাঙ্গর আত্মবিশ্বাসের সঙ্গে আমাদের ক্যামেরার জন্য পোজ দিয়েছে। এবং #আপনার সত্যিকারের কাছাকাছি অ্যাক্সেসের অনুমতি পাওয়ার বিশেষ সুবিধার বাইরে মনে হয়েছে!!#আজীবনের জন্য #লালিত #স্মৃতি শেয়ার করা!! @reneesen47। শান্তি এবং স্পন্দন উপভোগ করুন!!! আমি তোমাকে ওপারে ভালোবাসি!!! #happyweekend #duggadugga”।
তাঁর পোস্টে প্রতিক্রিয়া জানিয়ে রেনি মন্তব্য করেছেন, “এটি কী একটি স্মরণীয় অভিজ্ঞতা ছিল…আমি এটি চিরকাল মনে রাখব! জলের নিচের নির্মল এবং সুন্দর পৃথিবীর সঙ্গে আমাদের পরিচয় করিয়ে দেওয়ার জন্য তোমাকে অনেক ধন্যবাদ মা ? আমি তোমাকে ভালোবাসি ? চলো আশা করি পরবর্তী ট্রিপে আমরা স্টিং রশ্মির সঙ্গে আরও ভাল বন্ধুত্ব করব,” যার উত্তরে সুস্মিতা বলেছেন, “আমি তোমাকে ভালোবাসি সোনা!! আরো অনেকের কাছে!!!” গত মাসে ললিত মোদী একটি টুইট পোস্টে জানিয়েছিলেন যে তিনি তাঁর সঙ্গী সুস্মিতা সেন এবং তাঁদের পরিবারের সঙ্গে মালদ্বীপ এবং সার্ডিনিয়াতে ছুটি কাটিয়ে লন্ডনে ফিরেছেন। সেই থেকে নানা জন নানা কথা বলছেন। কিন্তু সুস্মিতা নিজে এই বিষয়ে সরাসরি কোনও মন্তব্য করেননি। বরং তিনি নিজের মতো করে সময় কাটানোর নানা পোস্ট দিয়ে চলেছেন নিজের ইনস্টাগ্রামে।