বিচ্ছেদ হয়ে গিয়েছে প্রায় এক বছর আগে। তবু প্রাক্তন প্রেমিকের সঙ্গে সুস্মিতা সেনের রসায়ন কমেনি এতটুকুও। শুধু কি সুস্মিতার সঙ্গে ভাল সম্পর্ক? মোটেও নয়, সেন পরিবারের সঙ্গেও বেজায় ভাল সম্পর্ক সুস্মিতার প্রাক্তন প্রেমিক রোহমান শলের। সম্প্রতি সুস্মিতার তুতো ভাইয়ের বিয়ে ছিল। সেন পরিবারের সকলেই যেমন হাজির ছিলেন ঠিক তেমনই অনুষ্ঠানে হাজির থাকতে দেখা গিয়েছিল রোহমানকেও। ওই বিয়ে যেন ছিল সেন পরিবারের মিলনস্থল। সুস্মিতা সেনের বাবা সুবীর সেনের ঠিক পাশেই দাঁড়িয়েছিলেন রোহমান। তাঁর কোলে কে ছিল জানেন? ছিল ছোট্ট জিয়ানা, সুস্মিতার ভাই রাজীব সেন ও চারু আসোপার একমাত্র মেয়ে। রাজীব ও চারুর সম্পর্ক যে বিগত বেশ কিছু মাস ধরেই ভাল যাচ্ছে না, সে খবর তো সকলেরই জানা। কিন্তু ওই বিয়েই যেন মিলিয়ে দিয়েছিল সবকিছুই। হাসিমুখে পোজ দিয়েছিলেন সকলেই। হাজির ছিলেন সুস্মিতার দুই মেয়েও।
এ তো গেল ব্যক্তিগত জীবনের কথা। কাজের দিক দিয়েও কিন্তু বেশ সক্রিয় সুস্মিতা। তাঁর ওয়েব সিরিজ ‘আরিয়া ৩’-এর শুটিং শুরু হয়েছে, সে কথা নিজেই জানিয়েছেন সুস্মিতা। ২০২১-এর শেষে রহমানের সঙ্গে বিচ্ছেদের কথা জানিয়েছিলেন সুস্মিতা। এর পরেই গত জুলাই মাসে প্রকাশ্যে আসে ললিত-কাণ্ড। আইপিএলের প্রাক্তন চেয়ারম্যান দাবি করেছিলেন সুস্মিতার সঙ্গে তিনি সম্পর্কে রয়েছে। খুব শীঘ্রই বিয়েও করবেন তাঁরা। সুস্মিয়া স্বীকার বা অস্বীকার কিছুই করেননি। তবে ললিতের ওই টুইটের পর থেকেই তাঁকে প্রচন্ডই ট্রোল্ড হতে হয়। তাঁর হাতের হিরের আংটি দেখে অনেকেই ধারণা করেন তা বোধহয় ললিতের উপহার। শুরু হয় বিতর্ক। এ প্রসঙ্গে নীরবতা ভেঙে একটি পোস্ট করেছিলেন সুস্মিতা। লিখেছিলেন, “… সকলেই তাঁদের দুর্দান্ত মতামত এবং আমার জীবন ও চরিত্র সম্পর্কে গভীর জ্ঞান ভাগ করে নিচ্ছেন… ‘গোল্ড ডিগার’-কে সর্বদা নগদীকরণ করছেন! আহ কী প্রতিভা! আমি সোনার চেয়ে গভীরে খনন করি…এবং আমি সবসময় (বিখ্যাত) হীরা পছন্দ করি!! আর হ্যাঁ আমি এখনও সেগুলি নিজেই কিনতে পারি !আমি আমার শুভাকাঙ্ক্ষীদের হৃদয়ের সমর্থন এবং প্রিয়জনদের প্রসারিত করতে চাই। অনুগ্রহ করে জেনে রাখুন, আপনার সুশ একেবারে ঠিক আছে..”। বরাবরই নিজের ব্যক্তিগত জীবন নিয়ে নীরবতা বজায় রেখেছেন সুশ। তবে রোহমানের সঙ্গে প্রেম নিয়ে লুকোছাপা করেননি কখনও।