জাভেদ আখতারের মেয়ে ও ফারহান আখতারের বোন জ়োয়া আখতারের নতুন ছবির নাম ‘দ্য আর্চিজ়’। ছোটবেলার নস্ট্যালজিয়াকে বাঁচিয়ে তুলতে নতুন এই ছবির পরিকল্পনা করেছেন জ়োয়া। ‘আর্চিজ়’ কমিক্সের ফ্যানদের জন্য এ নিঃসন্দেহে বড় ব্যাপার। এই ছবি তৈরি করতে গিয়ে একগুচ্ছ স্টার কিডকে লঞ্চ করছেন জ়োয়া। বলা ভাল করণ জোহরের হাত থেকে ব্যাটন নিয়ে নিয়েছেন জ়োয়াই। তারকা সন্তানদের তালিকায় আছে তাবড় কিছু নাম। যেমন বলিউডে এটিই হতে চলেছে শাহরুখ খানের কন্যা সুহানা খানের প্রথম বলিউড ছবি। তারপর অমিতাভ বচ্চনের নাতি অগস্থ্য নন্দার ডেবিউ হতে চলেছে এই ছবির হাত ধরেই। শ্রীদেবী এবং বনি কাপুরের কনিষ্ঠ কন্যা খুশি কাপুরও অভিষেক করছেন এই ছবিতেই। ঘোষণা থেকেই চর্চা চলেছে ছবিকে কেন্দ্র করে। এবার ছবির শুটিংও শেষ হল। কীভাবে ব়্যাপ হল ‘দ্য আর্চিজ়’?
তারকা সন্তানদের তালিকা বেশ লম্বা। ৯০ দশকের হিরো-হিরোইনদের ছেলেমেয়েরা আজ সকলেই বড় হয়েছেন। নিজ-নিজ কেরিয়ার গড়ার জন্য ময়দানে নামতে তাঁরা তৈরি। সুহানা, অগস্থ্য, খুশিদের মতো তারকা সন্তানরা কীভাবে কেরিয়ার শুরু করবেন, কার ছবিতে প্রথম কাজ করবেন, তা নিয়ে ছিল বিস্তর কৌতূহল। ‘দ্য আর্চিজ়’ সেই ছবি। এতজন তারকা সন্তানকে একসঙ্গে লঞ্চ করা হচ্ছে, বিষয়টা নিয়ে ট্রোলিংও হয়েছে বিস্তর।
সোমবার একটি ইনস্টাগ্রাম পোস্ট করেন জ়োয়া। সেই পোস্টে শেষ দিনের শুটিংয়ের কিছু মুহূর্ত শেয়ার করেন তিনি। ক্যাপশনে লেখেন, “আর্চিজ়! ফিল্ম ব়্যাপ। সেরা ক্রু। সেরা কাস্ট। কেবলই ধন্যবাদ।”
সকলকে নিয়ে ছবি তোলা হয়েছে। তাতে রয়েছেন ছবির সকল শিল্পী এবং কলাকুশলীরা। একটি ছবিতে আছে কেকের ছবি। সেই কেক কাটার মুহূর্তও শেয়ার করেছেন জ়োয়া। ছবিটি কিন্তু হলে মুক্তি পাচ্ছে না। ‘দ্য আর্চিজ়’ মুক্তি পাবে নেটফ্লিক্স ওটিটি প্ল্যাটফর্মে।