ট্রেলার রিলিজ করেই বিতর্কে ফ্যামিলি ম্যান, ব্যানের দাবি এনটিকের

সিমানের মতে, ফ্যামিলি ম্যান টু ওয়েব সিরিজে এলটিটিই সংগঠনকে ইচ্ছে করে জঙ্গি সংগঠনের সঙ্গে তুলনা করা হয়েছে। পাশাপাশি তামিলবাসীকে ক্ষতিকারক হিসেবে দেখানো হয়েছে।

ট্রেলার রিলিজ করেই বিতর্কে ফ্যামিলি ম্যান, ব্যানের দাবি এনটিকের
‘দ্য ফ্যামিলি ম্যান ২’
Follow Us:
| Updated on: May 22, 2021 | 8:00 PM

 

ঠিক যেন বিনা মেঘে বজ্রপাত। রিলিজের আগেই বিতর্ক শুরু অ্যামাজনের আপকামিং সিরিজ দ্য ফ্যামিলি ম্যান টু নিয়ে। নাম তামিলার কতচি (NTK) সংগঠনের প্রতিষ্ঠাতা সিমান এই ওয়েব সিরিজ ব্যান করার দাবি জানিয়েছেন। তাঁর মতে, এই ওয়েব সিরিজে তামিলনাড়ুর ভাবাবেগে আঘাত করা হয়েছে। সিমানের দাবি, এই ওয়েব সিরিজে লিবারেশন ফর তামিল এলামকে (LTTE) জঙ্গি সংগঠন হিসেবে বর্ণনা করা হয়েছে। বিবৃতি দিয়ে সিমান জানিয়েছে, ওয়েব সিরিজের ট্রেলার অত্যন্ত ‘সকিং।’

সিমানের মতে, ফ্যামিলি ম্যান টু ওয়েব সিরিজে এলটিটিই সংগঠনকে ইচ্ছে করে জঙ্গি সংগঠনের সঙ্গে তুলনা করা হয়েছে। পাশাপাশি তামিলবাসীকে ক্ষতিকারক হিসেবে দেখানো হয়েছে। তামিলনাড়ুও এই ওয়েব সিরিজের জন্য ইচ্ছে করেই বেছে নেওয়া হয়েছে বলে জানিয়েছেন সিমান। ওয়েব সিরিজের গল্প তুলে ধরেও ফাঁক ফোকর খুঁজে বের করে দুষেছে এনটিকে। সিমানের কথা অনুযায়ী, ফ্যামিলি ম্যান টু ওয়েব সিরিজে এক মহিলাকে জঙ্গি হিসেবে দেখানো হয়েছে। এমনকি তাঁর পোশাকও এলটিটিই ইউনিফর্মের মতো বলেই দাবি সিমানের। ওয়েব সিরিজে এলটিটিইর সঙ্গে পাকিস্তানের আইএসআই সঙ্গে যোগসূত্র দেখানো হয়েছে বলেও জানান সিমান।

আরও পড়ুন-কোভিড যুদ্ধে সামিল নুসরত জাহান, বসিরহাটে খুললেন সেফ হোম


দ্য ফ্যামিলি ম্যান টু ওয়েব সিরিজটির ট্রেলার মুক্তি পেয়েছে গত বৃহস্পতিবার। ট্রেলারটি প্রকাশের ফলে তামিলবাসীকে ভুল পথে চালিত করা হচ্ছে বলেও দাবি সিমানের। তাঁর মতে, সারা বিশ্ব থেকে তামিলবাসী এর নিন্দা জানাচ্ছেন। মনোজ বাজপেয়ী অভিনিত এই ওয়েব সিরিজ নিয়ে দর্শকদের মধ্যে উন্মাদনা তুঙ্গে। তবে ভোট পরবর্তী তামিলনাড়ুতে এই ওয়েব সিরিজ যথেষ্ট চাঞ্চল্য ছড়িয়েছে। কারণ গত বিধানসভা নির্বাচনের ফলাফল অনুযায়ী, ভোট শেয়ারে এনটিকে তৃতীয়। তাই তাদের দাবি নিয়ে যথেষ্ট আলোড়ন নেট মাধ্যমে।