বেনারস– অতি প্রাচীন এই জায়গা যে সব রহস্যের আকার। তাঁর অলিগলি জুড়ে ছড়িয়ে রয়েছে রাজনীতি, রয়েছে প্রাচীন সব অজানা ইতিহাস। এবার সেই গল্পই ধরা দেবে ওটিটিতে। সঙ্গে থাকবে টানটান রহস্যের মেলা আর মরণফাঁদের এক নির্মম খেলা। সিরিজের নাম ‘বারাণসী জংশন’। আদপে এই থ্রিলারের শুরু এক সাংবাদিকের রহস্য মৃত্যু নিয়ে। তাঁকে খুঁজতে গিয়ে গায়েব আরও এক মহিলা সাংবাদিক। সত্যিই কি গায়েব? এক ইউটিউবারের ফুটেজে সেই মহিলা সাংবাদিকের ছবি যে বিদ্যমান।
তাহলে? কে কার বন্ধু? কে কার শত্রু, সব হিসেব যেন গুলিয়ে যায় গোটা সিরিজ জুড়েই, এমনটাই দাবি পরিচালকের। সেই ইউটিউবার কোথাও গিয়ে যেন আটকা পড়ে যায় এক অদৃশ্য জাঁতাকলে যেখান থেকে বেরিয়ে আসার পথ মুশকিল। এর পর কী হয়, তা জানা যাবে আগামী মার্চ মাসে। ক্লিকে মুক্তি পাবে এই সিরিজ। সিরিজের কাহিনী, চিত্রগ্রাহক, পরিচালক ও সম্পাদক অর্ণব রিঙ্গো বন্দ্যোপাধ্যায়। প্রযোজক ঐন্দ্রিলা বন্দ্যোপাধ্যায় ও রিং অ্যা বেল ফিল্মস। সিরিজে মুখ্যচরিত্রে অভিনয় করেছেন অমৃতা চট্টোপাধ্যায়, জিৎসুন্দর চক্রবর্তী, যুধাজিৎ সরকার, কোরক সামন্তসহ অন্যান্য। গোটা সিরিজ শুট হয়েছে মোবাইলে।
সিরিজ নিয়ে আশায় পরিচালক। তাঁর কথায়, “আমার জন্য জীবনের সেরা অভিজ্ঞতার একটি। আমি রাতে এবং ভোরের কুয়াশায় পবিত্র এবং সবচেয়ে রহস্যময় ঘাটগুলির শুটিং করতে পেরেছি। অনবদ্য এক অভিজ্ঞতা। এটি এমন এক এজ-অফ-দ্য-সিট থ্রিলার যা আপনাকে শেষ অবধি রহস্যের বাঁধনে বেঁধে রাখবে।” আপাতত অপেক্ষা আর বেশ কয়েক দিন। এর পরেই মার্চ মাসে মুক্তি পাবে সিরিজটি।