Viral Urfi Javed: ‘কন্ডোমের পোশাক কবে পরবেন?’ কোন পোশাকে সামনে আসতেই এ কথা শুনতে হল উরফিকে

TV9 Bangla Digital | Edited By: জয়িতা চন্দ্র

Feb 19, 2023 | 3:05 PM

Viral Video: উরফি নিজেই একবার প্রতিবাদ করে জানিয়েছিলেন, পোশাক নিয়ে শিক্ষা পরিবারের মেয়েদের দিক সকলে, তাঁকে কেন এই বিষয় এত প্রশ্ন বা উপদেশ শুনতে হয়?

Viral Urfi Javed: কন্ডোমের পোশাক কবে পরবেন? কোন পোশাকে সামনে আসতেই এ কথা শুনতে হল উরফিকে

Follow Us

বি-টাউনের ভাইরাল কুইন উরফি জাভেদ সোশ্যাল মিডিয়ায় পোস্ট করা মাত্রই চর্চার কেন্দ্রে জায়গা করে নেন। নয় তাঁর পোশাক নয় তাঁর কমেন্ট যে কোন বিষয়, নেটপাড়ার কাছে মুচমুচে চর্চার প্রসঙ্গ হয়ে ওঠে পলকে। তবে যেখানে উরফিকে পোশাক পরার অনুরোধ করতে করতে ক্লান্ত হয়ে উঠেছে গোটা সোশ্যাল মিডিয়া, সেখানেই উরফি জাভেদ কয়েকদিন আগে এমন পোশাক পরে হাজির হয়েছিলেন সমুদ্র সৈকতে। পোস্ট দেখামাত্রই ভক্তদের চক্ষু চড়ক গাছ। কেউ কেউ বললেন– উরফির কি তবে পোশাক সম্পর্কে ধারণাটাই পাল্টে গিয়েছে? কোথায় কী পরতে হয়, তা কি তিনি ভুলতে বসেছেন। প্রকাশ্যে এ কী সাজ তাঁর? বারে বারে ছকভাঙা ফ্যাশনে কটাক্ষের শিকার হন উরফি। এবারও তার ব্যতিক্রম হল না।

যদিও উরফি নিজেই একবার প্রতিবাদ করে জানিয়েছিলেন, পোশাক নিয়ে শিক্ষা পরিবারের মেয়েদের দিক সকলে, তাঁকে কেন এই বিষয় এত প্রশ্ন বা উপদেশ শুনতে হয়? তাই বলে জামা কাপড় মেলার ক্লিপ? সোশ্যাল মিডিয়ায় হাজির এবার উরফির নতুন পোশাক। ক্লিপ দিয়ে বানান পোশাক পরতেই আবার চোখ রাঙানি মিলল নেটপাড়া থেকে। কমেন্ট বক্স চোখে পড়ল উরফি কে নিয়ে প্রশ্ন, ‘কন্ডোমের পোশাক কবে পরবেন?’ যদিও উরফি ট্রোলিং-এ বর্তমানে খুব একটা নজর দেন না।

কয়েকদিন আগেই তাঁকে নগ্নতা প্রসঙ্গে কটাক্ষের শিকার হতে হয়েছিল। বর্তমানে উরফি জাভেদ ফ্যাশন স্টেটমেন্ট-এর পাশাপাশি প্লিট্সভিলা ডেটিং শো-এর জন্যও চর্চার কেন্দ্রে জায়গা করে নিয়েছেন। এমটিভি খ্যাত এই ডেটিং শো বরাবরই বেশ চর্চিত নেটপাড়ায়। এই ডেটিং শো-এর চলতি সিজনের শুরুতেই উপস্থিত থাকতে দেখা যায় উরফি জাভেদকে। যদি উরফি এই শো-এর প্রতিযোগী ছিলেন না।

Next Article