Urfi Javed: রাস্তায় দাঁড়িয়ে ‘অশ্লীল কাজকর্ম’, উরফি জাভেদের বিরুদ্ধে থানায় অভিযোগ

TV9 Bangla Digital | Edited By: Mahuya Dutta

Dec 12, 2022 | 9:05 PM

Urfi Javed: কোনও সমালোচনাই কানে নেন না উরফি। অদ্ভুত ফ্যাশন সেন্সের জন্য তিনি পেয়েছে মৃত্যুর হুমকিও। সম্প্রতি তিনি এমন এক পোস্ট করেছেন যা নিয়ে চতুর্দিকে হয়েছে তুমুল হইচই।

Urfi Javed: রাস্তায় দাঁড়িয়ে অশ্লীল কাজকর্ম, উরফি জাভেদের বিরুদ্ধে থানায় অভিযোগ
উরফি জাভেদ।

Follow Us

আবারও বিপাকে উরফি জাভেদ। তাঁর বিরুদ্ধে অভিযোগ জমা পড়ল মুম্বইয়ের অন্ধেরি থানায়। উরফির বিরুদ্ধে অভিযোগ প্রকাশ্যে, জনসমক্ষে অশ্লীল আচরণ করেছেন তিনি। অভিযোগকারী খশিফ খান দেশমুখ নামক এক আইনজীবী। ঠিক কোন ঘটনার পরিপ্রেক্ষিতে অভিযোগ জানালেন ওই আইনজীবী? এই নিয়ে পর পর দুই দিন রাস্তায় অদ্ভুত পোশাক পরে আসতে দেখা গিয়েছিল উরফিকে। নীচে অন্তর্বাস, পরনে সি-থ্রু পোশাক পরে হাজির হয়েছিলেন উরফি। এখানেই শেষ নয়, দুদিন আগেই তাঁকে দেখা যায় মুম্বই বিমানবন্দরে। দেখা যায়, গোলাপি আর কমলা রঙের মিশেলে এক শাড়ি পরে হাজির হয়েছেন উরফি। পাপারাৎজিদের হাতে পিৎজাও তুলে দিতে দেখা যায় তাঁকে। এরপরেই ঘটে সেই ঘটনা। দেখা যায় শাড়ির আঁচল নিয়ে বেজায় বেকায়দায় পড়ে যান ওই সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সার। কখনও তাঁর শাড়ির আঁচল হাওয়ায় খুলে যাওয়ার উপক্রম হয়, আবার কখনও বা তিনি নিজেই আলগোছে আঁচল খুলে দেন।

পুলিশ সুত্রে জানা গিয়েছে, এর পরেই থানায় গিয়ে উরফির বিরুদ্ধে অভিযোগ দায়ের করেন ওই আইনজীবী। যদিও এই ঘটনা নিয়ে এখনও পর্যন্ত প্রকাশ্যে কোনও মন্তব্য করতে দেখা যায়নি উরফিকে।

কোনও সমালোচনাই কানে নেন না উরফি। অদ্ভুত ফ্যাশন সেন্সের জন্য তিনি পেয়েছে মৃত্যুর হুমকিও। সম্প্রতি তিনি এমন এক পোস্ট করেছেন যা নিয়ে চতুর্দিকে হয়েছে তুমুল হইচই। নগ্ন হয়ে ছবি পোস্ট করেছিলেন উরফি। দুটো হাত তাঁর স্তন ঢেকে হয়েছে। কার হাত তা যদিও রহস্য! আর এই ছবি দেখেই ওঠে তীব্র প্রতিবাদের ঝড়। বাদ দিয়ে দেওয়া হোক উরফিকে, করে দেওয়া হোক ব্যান– উঠেছে এমন দাবিও। উরফি যদিও নিরুত্তাপ। তাঁকে নিয়ে আলোচনা হোক– এমনটাই চান তিনি। তাঁর কথায়, “আমার গায়ের চামড়া এতটাই মোটা হয়ে গিয়েছে। আমি সত্যি কথা বলছি। আমার কিচ্ছু যায় আসে না। আমার গায়েই লাগে না।” এই মুহূর্তে উরফিকে দেখা যাচ্ছে রিয়ালিটি শো ‘স্প্লিটসভিল্লা’তে। সেখানেও তিনি যথেষ্ট নজর কাড়ছেন। যদিও এখনও বড় ব্রেক মেলেনি তাঁর জীবনে। ভাল কাজের অপেক্ষায় উরফি জাভেদ।

Next Article