Ashok Kumar: ‘তিনি সাধু নন’, মহিলাদের ডাক পেলে কী করতেন জানিয়েছিলেন অশোক কুমার

TV9 Bangla Digital | Edited By: Sneha Sengupta

Oct 13, 2023 | 7:03 PM

Ashok Kumar: এক পুরনো সাক্ষাৎকারে মজা করে মহিলাদের সঙ্গে তাঁর অন্তরঙ্গতার কথা বলছেন অশোক কুমার। বলেছেন, "সত্যি বলতে কী, অন্যকে সাহায্য করার জন্য আমি অনেকবার মিথ্যা বলেছি। সত্যি বলে কাউকে কোনওদিনও দুঃখ দিতে চাইনি আমি।" ২০০১ সালে মৃত্যু ঘটে অশোক কুমারের। সেই সময় তাঁর বয়স ছিল ৯০ বছর। জীবনে বহু বহু ছবিতে অভিনয় করেছিলেন অশোক কুমার। তাঁকে ইন্ডাস্ট্রিতে সকলে সমীহ করে চলতেন। বড় দাদার মতোই দেখতেন।

Ashok Kumar: তিনি সাধু নন, মহিলাদের ডাক পেলে কী করতেন জানিয়েছিলেন অশোক কুমার
অশোক কুমার।

Follow Us

ভারতবর্ষের প্রথম সুপারস্টার বলা হত বলিউডের অভিনেতা অশোক কুমারকে। সকলে তাঁকে আদর করে ডাকতেন দাদা মণি নামে। ১৩ অক্টোবর পালিত হচ্ছে তাঁর ১১২তম জন্মদিন। শোভা দেবীকে বিয়ে করেছিলেন অশোক কুমার। দাম্পত্য জীবন কাটিয়েছেন তাঁরা। বিচ্ছেদ ঘটেনি তাঁদের। এক পুরনো সাক্ষাৎকারে দেখা যায়, অশোক কুমারকে জিজ্ঞেস করা হয়েছিল, তিনি কি জীবনে এমন কিছু করেছেন, যা তাঁর করা উচিত হয়নি?

তাঁকে জিজ্ঞেস করা হয়, তিনি কি কোনদিনও কোনও সহ-অভিনেত্রীর সঙ্গে প্রেমের সম্পর্কে জড়িয়েছেন? জবাবে অশোক জানিয়েছিলেন, প্রেমে পড়েননি, কিন্তু অন্য মহিলার প্রতি আকর্ষিত হয়েছিলেন। তিনি বলেছিলেন প্রেম এবং আকর্ষণ এক বিষয় নয়। জানিয়েছিলেন, তিনি সাধু নন। কিন্তু সেই সম্পর্ককে তিনি কখনওই এগিয়ে নিয়ে যাননি। বলেছিলেন, “আমার কাছে মহিলারা আসতেন। আমার অ্যাপয়েন্টমেন্টও চাইতেন। আমি মুখের উপর তাঁদের নিরাশ করতাম না। বলতাম যাব। কিন্তু কোনওদিনও যাইনি। আমার এটাই বারবার মনে হত খুব বাজে কাজ করছি।”

২০০১ সালে মৃত্যু ঘটে অশোক কুমারের। সেই সময় তাঁর বয়স ছিল ৯০ বছর। জীবনে বহু বহু ছবিতে অভিনয় করেছিলেন অশোক কুমার। তাঁকে ইন্ডাস্ট্রিতে সকলে সমীহ করে চলতেন। বড় দাদার মতোই দেখতেন। দাদাসাহেব ফালকে পুরস্কার পেয়েছিলেন অশোক কুমার। পেয়েছিলেন পদ্মভূষণও।

Next Article