শেহশাহ ছবির সেট থেকেই জল্পনা তুঙ্গে। ঝড়ের গতিতে ভাইরাল হয়ে উঠেছিল বলিউডে নয়া জুটি সিদ্ধার্থ মালহোত্রা ও কিয়ারা আডবাণী। ছবির শুটিং-এর সময়ই চলেছিল মন দেওয়া নেওয়ার পালা। এখানেই শেষ নয়, পাশাপাশি নিজেদের সম্পর্কের খবর তাঁরা সামনে আনতেও পিছপা হননি। প্রকাশ্যে সোশ্যাল পোস্ট থেকে শুরু করে, ডেটিং, সবটাই চলছিল রমরমীয়ে। কিন্তু হঠাৎই মাঝপথে ঘটে ছন্দপতন। দুজনের পথ হয়ে যায় আলাদা। কিয়ারা তখন ব্যস্ত কার্তিকের সঙ্গে ছবির সেটে। সেখান থেকেই ওঠে নতুন প্রশ্ন, তবে কি কার্তিককেই মন দিয়েছেন তিনি।
না, কিছুদিনের মধ্যেই নিজের ভুল বুঝতে পেরে আবারও ফিরে আসেন কিয়ারা আডবাণী সিদ্ধার্থের কাছে। ততদিনে সিদ্ধার্থের জীবনে আসেনি অন্যকোনও প্রেম, ফলে কিয়ারার সঙ্গে আবারও তিনি সম্পর্কে যেতে দ্বিধাবোধ করেননি। তবে থেকেই চলছে প্রেমপর্ব। এবার কি তবে বিয়ের সানাই বাজল বলে! না, নিজেদের সম্পর্ক নিয়ে এবার আর আগের মত হইহই করে সেলিব্রেশন নয়, বেশকিছুটা রাখঢাক করেই চলছে বিষয়টা। তবে মাঝখান থেকে বোমাফাটালেন শাহিদ কাপুর। সম্প্রতি তাঁকে উপস্থিত হতে দেখা যায় কফি উইথ করণ শো-তে।
এই চ্যাট শো-তে এসে করণ জোহরের প্রশ্ন সাফ মন্তব্য করে বসেন শাহিদ কাপুর কবে বিয়ে সিদ্ধার্থ ও কিয়ারার। শাহিদের কথায়, তাঁরা চলতি বছর ডিসেম্বর মাসেই বড় খবর দিতে চলেছেন। তবে তা কোনও ছবির খবর নয়। এখানেই শেষ নয়, শাহিদ আরও বলেন, বলিউডের খুব সুন্দর জুটি তাঁরা। ফলে তাঁদের সন্তানও বেশ সুন্দরই হবে। এতেই নয়া জল্পনা সোশ্যাল মিডিয়ার পাতায়। ঝড়ের গতিতে ছড়িয়ে পড়ে শাহিদের এই মন্তব্য। তবে কি বিয়ের পিঁড়িতে বসার খবরই সিলমোহর দিলেন অভিনেতা, তা অস্পষ্ট হলেও বেশকিছুটা আন্দাজ করে নিচ্ছেন সকলেই।