দীপিকা পাড়ুকোন, বর্তমানে বি-টাউনের ব্যস্ততম অভিনেত্রী বললে খুব ভুল হবে না। সদ্য তিনি শেষ করেছেন প্রভাসের সঙ্গে প্রজেক্ট কে-এর শুটিং। তারই সঙ্গে পাল্লা দিয়ে চলছিল পাঠান ছবির কাজও। ফলে দীপিকার হাতে যে এখন সময় বেশ কম, তা নিয়ে কোনও প্রশ্নের অবকাশ থাকে না। তবে সত্যি কি দীপিকা পাড়ুকোন সময়ের কারণেই কারণের শো-তে আসতে নারাজ! সদ্য কফি উইথ করণ শো নিয়ে তোলপাড় ওটিটি পাড়া। কখনও সারা আলি খান জাহ্নবী কাপুর, কখনও আবার সামান্থা প্রভু ও অক্ষয় কুমার, বারে বারে ভক্তদের নজর কেড়েছেন। এই চ্য়াট শো-এর প্রথম অতিথি জুটি ছিলেন আলিয়া ভাট ও রণবীর সিং। যেখানে আলিয়া ভাট ও রণবীর সিং এক সঙ্গে শো-তে আসতে পারেন, সেখানে দীপিকা-রণবীর কাপুর কেন পারেন না!
তবে কি সম্পর্কের জল্পনা এখনও ইতি হয়নি! অভিমানের পালা কি এখনও বর্তমান! না, এমনটা নয়, বরং তাঁরা যে বর্তমানে বেশ ভাল বন্ধু তার প্রমাণ মিলেছে বারে বারে। তবে কেন রণবীরের সঙ্গে আসতে নারাজ দীপিকা! প্রশ্ন হাজার একটা থাকলেও উত্তর সঠিক উত্তর প্রাথমিকভাবে মেলেনি অতীতে, কারণ দীপিকা প্রথমটায় জানিয়েছিলেন তিনি আসবেন। তবে এবার আর তাঁরা আসছেন না, তবে ব্যস্ততার জন্য নয়। করণকে এক প্রকার এড়িয়ে যেতে। করণের শো মানেই সেখানে বিতর্ক বর্তমান। আর সম্পর্ক নিয়ে, ব্যক্তিগত জীবন নিয়ে বারে বারে যে পরিস্থিতি দিয়ে গিয়েছেন দীপিকা তা কারুর অজানা নয়।
বর্তমানে রণবীর কাপুর তাঁর ভাল বন্ধু হলেও, একটা সময় এই স্টারের জন্যই রাত দিন চোখের জল ফেলেছিলেন দীপিকা। এমন কি মানসিক সমস্যাও দেখা দিয়েছিল তাঁর। সেই সকল প্রশ্নের মুখোমুখি হতে চান না দীপিকা। এমনটাই সূত্রের খবর। কোনও রকমের বিতর্কে দীপিকার নাম জড়িয়ে পড়ুক তিনি চান না, সেই কারণেই তিনি এই শো থেকে নিজেকে সরিয়ে রাখতে চাইছেন। কোনো গসিপ নয়, কেবল কাজেই এখন ফোকাস করতে চান তিনি। বর্তমান, অতীত কোনো সম্পর্ক নিয়েই তিনি মন্তব্য করবেন না বলেই এই শো থেকে নিজেকে বিরত রাখতে চান।