AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Kapil Sharma’s Cafe: ‘এরপর মুম্বই…’, কপিলের ক্যাফেতে ফের হামলা! চলল ২৫ রাউন্ড গুলি

Kapil Sharma's Cafe: তাই কিছু একটা ব্যবস্থা নিতেই হত। এখনও যদি ফোন না ধরে, তা হলে আমরা পরবর্তী পদক্ষেপটা মুম্বইয়ে নেব।" অবশ্য এই হামলার ঘটনায় কোনও হতাহতের খবর এখনও পর্যন্ত পাওয়া যায়নি।

Kapil Sharma's Cafe: 'এরপর মুম্বই...', কপিলের ক্যাফেতে ফের হামলা! চলল ২৫ রাউন্ড গুলি
কপিলের ক্যাফেImage Credit: X
| Edited By: | Updated on: Aug 07, 2025 | 8:53 PM
Share

অটোয়া: এই নিয়ে দ্বিতীয়বার। কানাডায় স্থিত জনপ্রিয় কমেডিয়ান কপিল শর্মার ক্যাফেতে ফের হামলা চালাল দুষ্কৃতীরা। তাও আবার এক মাসের ব্যবধানে। ইতিমধ্যেই গোটা ঘটনার ভিডিয়ো ছড়িয়ে পড়েছে সমাজমাধ্যমে। শোনা গিয়েছে পরপর গুলির শব্দ।

কিন্তু কারাই বা হামলা করল? সেই নিয়ে খানিকটা ধন্দ রয়েছে। কারণ, কয়েক মিনিটের ব্যবধানের ওই হামলার দায় স্বীকার করে দু’টি গ্যাংস্টার দল। বৃহস্পতিবার হামলার পর গ্যাস্টার গোল্ডি ধিলন ও লরেন্স বিষ্ণোইয় গ্যাং এই ঘটনার দায় স্বীকার করে বলে খবর। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, এদিনে হামলায় দুষ্কৃতীরা ক্য়াফেটিকে লক্ষ্য করে কমপক্ষে ২৫ রাউন্ড গুলি চালিয়েছে।

সমাজমাধ্যমে ভাইরাল হওয়া ভিডিয়োতেও সেই গুলির শব্দ শোনা গিয়েছে। সঙ্গে শোনা গিয়েছে একটি অজ্ঞাত পরিচয়ের ব্যক্তির গলা। যিনি বলছেন, “আমরা টার্গেটকে ফোন করেছিলাম। কিন্তু সে ফোন ধরেনি। তাই কিছু একটা ব্যবস্থা নিতেই হত। এখনও যদি ফোন না ধরে, তা হলে আমরা পরবর্তী পদক্ষেপটা মুম্বইয়ে নেব।” অবশ্য এই হামলার ঘটনায় কোনও হতাহতের খবর এখনও পর্যন্ত পাওয়া যায়নি।

ওয়াকিবহাল মহলের মতে, এই নাশকতা ধীরে ধীরে মুম্বইয়ের দিকে এগিয়ে আসছে। এর আগেও বাণিজ্য় শহরে একাধিক হামলা চালিয়েছে বিষ্ণোই গ্যাং। সুতরাং, উদ্বেগ যে বাড়ছে সেই নিয়ে কোনও সন্দেহই নেই। সর্বভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি সূত্রে খবর, মুম্বই পুলিশ ও দেশের গোয়েন্দারা ইতিমধ্যেই গোপনে তদন্তে নেমে পড়েছে।

তবে এটা প্রথম নয়। এর আগেও ৯ জুলাই সকালবেলা কানাডায় সদ্য খোলা তাঁর ক্যাপস ক্যাসেতে বন্দুকবাজরা তাণ্ডব চালায়। চলে এলোপাথারি গুলি। সেই সময় আবার ক্যাফের কর্মচারীরাও ভিতরেই ছিলেন। কোনও হতাহতের ঘটনা সেবারও ঘটেনি। গোটা ঘটনার দায় স্বীকার করেছিল খলিস্তানী সংগঠনের সঙ্গে যুক্ত হরজিৎ সিং লাড্ডি।