পঙ্কজ ত্রিপাঠি : পরের বছর আর ভিলেনের রোলে অভিনয় করব না

রণজিৎ দে |

Nov 16, 2020 | 8:32 AM

পিঠোপিঠি রিলিজ করল ‘মির্জাপুর’, ‘লুডো’ Pankaj Tripathi! দুটো ছবিতেই পঙ্কজ ভিলেন!

পঙ্কজ ত্রিপাঠি : পরের বছর আর ভিলেনের রোলে অভিনয় করব না
পঙ্কজ ত্রিপাঠি

Follow Us

TV9 বাংলা ডিজিটাল : একের পর এক ভিলেনের চরিত্রে অভিনয় করতে করতে ক্লান্ত পঙ্কজ ত্রিপাঠি (Pankaj Tripathi)! পিঠোপিঠি রিলিজ করল ‘মির্জাপুর’, ‘লুডো’ পঙ্কজ ত্রিপাঠি! দুটো ছবিতেই পঙ্কজ ভিলেন! “ সত্যি পর পর অনেকগুলো ছবিতে ভিলেনের চরিত্রে অভিনয় করা হয়ে গেল! ‘মির্জাপুর’, ‘লুডো’ গায়ে গায়ে রিলিজ করেছে! এইভাবে পর পর ছবিতে ভিলেনের রোলে আমাকে দেখলে লোকজন ঘাবড়ে যেতে পারে। আর পরের বছর ভিলেনের রোলে অভিনয় করব না”, বলেছেন পঙ্কজ ত্রিপাঠি

এই লকডাউন যেন সাপে বর হল, এমনটাই মনে করেন পঙ্কজ নিজে। “ এই দুইতিন বছরে আমার কাছে একটার পর একটা অফার এসেছে।আমি চুটিয়ে অভিনয়ও করে গেছি। এখন মনে হচ্ছে আমি হয়ত একটু বেশিই কাজ করে ফেলেছি। আসলে আমি তো থিয়েটারের মানুষ, তাই আমার অভিনয়ের খিদেটাও হয়ত খুব বেশি। ২০২১এ আমার তিনটে ছবি রিলিজ— ‘মিমি’, ‘83’, ‘কাগজ’। তাই নভেম্বর অবধি এমনিই খুব ব্যস্ত থাকব।”, বললেল পঙ্কজ

আরও: ফিল্ম স্কুলে ডাহা ফেল করেছিলেন ভূমি পেডনেকর!

পাতত পঙ্কজ ত্রিপাঠি লকডাউনের ছুটিটা দারুণ উপভোগ করছেন। ‘লুডো’ রিলিজের আগেই সপরিবারে গোয়া থেকে ঘুরে এলেন। “প্রায় সাতআট মাস পর আমি বাড়ি থেকে বেরোলাম।এই ঘুুরতে যাওয়াটা খুব দরকার ছিল। এক ঝলক মুক্ত বাতাস নিয়ে এলাম।এখন শান্তিতে বেশ কয়েকদিন টানা ঘুমবো। আবার পরের বছর থেকে শ্যুটিং শুরু করব”, বললেন ত্রিপাঠি।

লুডো’র সত্তু ভাই ইতিমধ্যেই প্রশংসা কুড়িয়েছে। ত্রিপাঠি বলেছেন “ আমি দাদার (অনুরাগ বসু) কাছে নিজেকে সঁপে দিয়েছিলাম।দাদা সত্যি জাদুকর।” যদিও পঙ্কজ ত্রিপাঠি এখনও মনের মত চরিত্র খুঁজে পাননি। পঙ্কজ জানিয়েছেন তিনি এখনও সেই চরিত্র খুঁজে বেড়াচ্ছেন।

Next Article